মকর সংক্রান্তিতে আত্রেয়ী পারে পুণ্যস্নানের ভিড়

0
95

নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ

Makar Sankranti is become more popular
নিজস্ব চিত্র

কথায় আছে ‘সব তীর্থ বারবার গঙ্গাসাগর’  একবার শুধু নামের মাহাত্ম্যেই বালুরঘাটের আত্রেয়ীর পারের গঙ্গাসাগর হয়ে উঠেছে পুণ্যক্ষেত্র।দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি বালুরঘাটের এই গঙ্গাসাগরটিও পূন্যভূমিতে পরিণত হয় মকর সংক্রান্তিতে।দূরদূরান্ত থেকে মানুষের সমাগম না ঘটলেও জেলার বিস্তৃর্ণ এলাকার পুণ্যার্থীদের সমাগম হয় বালুরঘাটের গঙ্গাসাগরে।গঙ্গাস্নানের মধ্যে দিয়ে পূণ্যার্জন করা যায় এমন বিশ্বাস হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে।মকর সংক্রান্তির বিশেষ রাশিতে দক্ষিন চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরে স্নান করাটা প্রচীনকাল থেকে চলে আসছে।সেখানে প্রতিবছর সমাগম হয় দেশ বিদেশ থেকে আগত লক্ষ লক্ষ মানুষের।কিন্তু ইচ্ছে থাকলেও আর্থিক অসঙ্গতি,বয়স কিংবা অনান্য নানাবিধ সমস্যায় সেখানে গিয়ে পুন্য স্নান করা হয়ে ওঠেনা বহু ধার্মিক মানুষের।পূন্য অর্জনের লক্ষ্যই যেন বিকল্প পথ রের করেছে দক্ষিণ দিনাজপুর জেলার হিন্দু ধর্মাবলম্বীরা।এই জেলার  হাজার হাজার মানুষের কাছে এই মুহুর্তে বালুরঘাটের জলঘর গ্রামপঞ্চায়েতের আত্রেয়ীপারের গঙ্গাসাগর এলাকাটি পুন্যক্ষেত্র হয়ে উঠেছে শুধু নাম মাহাত্ম্যের কারনেই।সেখানে মকর সংক্রান্তিতে হাজার হাজার মানুষের স্নানকে কেন্দ্র করে বসে বিরাট মেলা।কয়েকদিন ধরে চলে নামসংকীর্তন।গঙ্গাসাগর নামের এলাকাটি একটি সাধারন গ্রাম।নামের কারণেই,প্রায়৩৪ বছর আগে গ্রামবাসীরা সেখানে তৈরি করেন কপিলমুনির মন্দির।প্রতিবছর মকর সংক্রান্তির দিনেএই মন্দিরে পুজো হয়।প্রথমদিকে গ্রামের মানুষজন মকর সংক্রান্তির দিন পুর্বপ্রান্ত দিয়ে বয়ে চলা আত্রেয়ী নদীতে পুণ্যস্নান শুরু করলেও,ধীরে ধীরে তা এখন ছড়িয়ে পড়েছে জেলাতে।নদীতে স্নান করে কপিল মুনি,ভগিরথ এবং গঙ্গাদেবীর মূর্তিতে পুজো করে প্রসাদ চরান ভক্তরা।পুজো কমিটির উদ্যোগে গঙ্গাসাগরে স্নান করতে আসা ভক্তদের পাত পেরে খাওয়ানোরও ব্যবস্থা আছে।দক্ষিণ দিনাজপুরজেলার বালুরঘাটের গঙ্গাসাগর পুন্য অর্জনের জায়গা বলে মনে করে জেলার মানুষ  ও উদ্যোগতারা।প্রতিবার বালুরঘাটের গঙ্গাসাগরে স্নান করতে যাওয়া পূর্ণার্থীরা জানান একটু ধার্মিক মানুষ।তার ইচ্ছে থাকলেও বয়স ও আর্থিক অসংগতিতে দক্ষিন চব্বিশ পরগনার বিখ্যাত গঙ্গাসাগরে যেতে পারেন না।মনের বিশ্বাসে বালুরঘাটের গঙ্গাসাগরটিকে তিনি তীর্থক্ষেত্র মনে করেন।একই বিশ্বাসে ওইখানে স্নান করতে যান তার মত হাজার হাজার পূণ্যার্থী।

Makar Sankranti is become more popular
নিজস্ব চিত্র

আরও পড়ুন: মকর পরবে আলপনা,সুস্বাদু পিঠেতে উৎসবমুখর জেলাশাসক দফতর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here