নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
মৃত্যুর প্রায় ১২ ঘন্টা কেটে গেলেও মৃতদেহর সৎকার করতে পারল না পরিবার। কারণ প্রতিবেশী থেকে প্রশাসন সবার ধারনা মৃত ব্যক্তি করোনাতে মারা গিয়েছে। অসহায় পরিবারের এখন মৃতদেহ আগলে বসে থাকা ছাড়া আর কিছুই করার নেই।
এমনই মর্মান্তিক দৃশ্য দেখা গেল পূর্ব মেদিনীপুরের মহিষাদলের গেঁওখালিতে। পরিবার সূত্রে জানা যায়, প্রদীপ দাস নামের ওই ব্যক্তি কয়েক দিন ধরে কাঁপুনি দিয়ে জ্বর ও মাঝে মাঝে বমিও করত। ডাক্তার দেখানোর পর ডাক্তার ম্যালেরিয়া ও করোনা টেষ্ট করাতে বলেন।
সেই মতো পরিবার টেষ্টও করায়।ম্যালেরিয়ার রিপোর্ট বৃহস্পতিবার ও করোনার রিপোর্ট শনিবার আসার কথা। কিন্তু তার আগেই বৃহস্পতিবার ভোররাতে ঐ বৃদ্ধ মারা যায়। এরপরই শুরু হয় আসল নাটক। পরিবারের অভিযোগ, মৃত্যুর প্রায় ১২ ঘন্টা কেটে গিয়েছে এখনও সৎকার করতে পারছেনা।
আরও পড়ুনঃ তালাক দেওয়ার প্রতিবাদ করায় আক্রান্ত একই পরিবারের ৩ জন
ফোনের পর ফোন করেছে জনপ্রতিনিধি থেকে মহিষাদল ব্লকের বিডিও এমনকি মহিষাদল থানার ওসিকেও। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পরিবারের আরও মারাত্মক অভিযোগ, মহিষাদল থানার ওসিকে ফোন করা হলে তিনি নাকি কিছুই করতে পারবেন না এমনটাই জানিয়েছেন।
তাহলে কি করোনা শিখিয়ে গেল কেউ কারোর জন্য নয়।প্রশাসন যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584