নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
মালদহে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এবার যান চলাচলে রাশ টানল পুলিশ প্রশাসন। মালদহ জেলায় বিশেষ করে শহরাঞ্চলে হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরমধ্যে লকডাউনের নির্দেশিকা নিয়ে ইংরেজবাজারের বাসিন্দাদের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে মূলত দোকান, বাজার ইত্যাদি বন্ধ রাখার বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে মাইকিং করে দুপুর ৩টের পর থেকে পুরসভা এলাকায় গাড়ি চলাচলেও নিয়ন্ত্রণ ঘোষণা করা হচ্ছে। আর তাতেই বিভ্রান্তি বেড়েছে।
আরও পড়ুনঃ ১০৯ টি রুটের ১৫১টি ট্রেনকে বেসরকারি সংস্থার হাতে দিতে চেয়ে খোঁজ শুরু
বাসিন্দাদের বক্তব্য, ‘যেহেতু অফিস খোলা। তাই নিত্যদিন জীবিকার প্রয়োজনেই মানুষকে বের হতে হচ্ছে। সেক্ষেত্রে ওই দুপুর ৩টের সময়সীমা মানা সকলের পক্ষে সম্ভব নয়।’
ইংরেজবাজার থানা সূত্রে জানানো হয়েছে, প্রশাসনিক বৈঠকের সিদ্ধান্ত পুলিশের পক্ষ থেকে মাইকে ঘোষণা করে নাগরিকদের সুবিধার জন্যই জানিয়ে দেওয়া হয়েছে। যানবাহন প্রচুর সংখ্যায় চললে জনসমাগম হওয়ার সম্ভাবনা থাকে। তাই নির্দিষ্ট কারণ দেখিয়ে যানবাহন নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584