নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে বহুমুখী স্বাস্থ্য কর্মীদের অনশন নয়দিনে পড়ল। ইতিমধ্যেই অনশনরত দুই স্বাস্থ্য কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের চিকিৎসা চলছে। আলিপুরদুয়ারে ফ্রন্ট লাইনে কাজ করা করোনা যোদ্ধারা আর্থিক সুবিধা না পাওয়ায় এভাবে আমরণ অনশন শুরু করায় বিষয়টি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে।
আগের সোমবার ১০ আগষ্ট আলিপুরদুয়ারের বহুমুখী পুরুষ স্বাস্থ্য কর্মীরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসের সামনে অনশন শুরু করেন। ঘোষিত আর্থিক সুবিধা না মিললে লাগাতার এই অনশন চলবে বলে স্বাস্থ্য কর্মীরা জানিয়েছেন।
এদিকে জেলার প্রায় ৭২ জন বহুমুখী পুরুষ স্বাস্থ্য কর্মী অনশনে বসায় স্বাস্থ্য দফতরের বিভিন্ন পরিষেবা ব্যহত হচ্ছে বলে অভিযোগ। যদিও অনশনকারীদের দাবি, তারা রোষ্টার অনুযায়ী অনশন চালাচ্ছেন, পরিষেবা স্বাভাবিক আছে।
আরও পড়ুনঃ বেহাল জাতীয় সড়ক সংস্কারের দাবিতে পথ অবরোধ গাজোলে
এদিকে বহুমুখী স্বাস্থ্য কর্মীদের পাওনা গন্ডার বিষয়ে আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতরের ডেপুটি সিএমওএইচ–২ সুবর্ন গোস্বামী বলেন,”বহুমুখী স্বাস্থ্য কর্মীদের দাবি ন্যায্য। আমরা ওদের দাবিদাওয়ার বিষয়টি রাজ্যে জানিয়েছি। তবে পরিষেবা যাতে স্বাভাবিক থাকে সে বিষয়টি তাদের জানিয়ে দেওয়া হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584