মালেগড় সমাধি এখানে আলো নেই

0
453

তাপস দাস, হাবিলদার রিজবুল্লা খানের নেতৃত্বে ৩৪ নেটিভ ইনফেন্ট্রির তিন’শ জন বিদ্রোহী সিপাহী চট্টগ্রাম ট্রেজারি লুট করে এই পথে এসেছিলেন, উদ্দেশ্য টিলা পাহাড় অতিক্রম করে যাবেন মনিপুর। তাঁদের মধ্যে সংঘর্ষে নিহত ছাব্বিশজন সিপাহীকে মালেগড়ে সমাধিস্থ করা হলেও, মেজর ব্যারিং ও চার ব্রিটিশ সেনার দেহ কোথায় চাপা পড়ে আছে জানা যায়নি।

১৮৫৭ সাল সিপাহী বিদ্রোহ। ব্রিটিশ বিরোধী মহাবিদ্রোহ। ধিক ধিক জ্বলতে জ্বলতে আগুন পূর্ব ভারতের মাটি স্পর্শ করেছিল। চট্টগ্রামে নিয়োজিত ৩৪ নেটিভ ইনফেন্ট্রির তিন’শ জন সিপাহী বিদ্রোহ ঘোষণা করেন। নেতৃত্বে হাবিলদার রিজবুল্লা খান। তারিখ ১৮ই নভেম্বর ১৮৫৭। সুবেদার অযোধ্যা সিং চট্টগ্রাম মালখানা লুট করেন। নগদ প্রায় তিন লক্ষ টাকা। সিলেট ডিভিশনের কমান্ডার মেজর ব্যারিং সূত্র মারফত খবর পেয়ে যান বিদ্রোহী বাহিনী অবিভক্ত বাংলার শ্রীহট্ট জেলার লাতুতে অবস্থান করছে। ১৮ই ডিসেম্বর লঙ্গাই- সোনাই নদীর তীরে টিলা মতন। ভোরের আলো ফুটতে না ফুটতেই মেজর ব্যারিং ও রিজবুল্লা খান বাহিনীর মুখোমুখি সংর্ঘষ হয়। ছাব্বিশজন বিদ্রোহী সেনা ও মেজর ব্যারিং সহ পাঁচজন ব্রিটিশ সেনা নিহত হন।

এসব ইতিহাসে নেই। ইতিহাসে নেই যুদ্ধের পরে অবশিষ্ট বাহিনী দু’দলে ভাগ হয়ে একটি দল চলে যায় ত্রিপুরা রাজার হয়ে যুদ্ধ করতে। মনিপুরগামী অন্য দলের প্রায় সকলে আসামের বদরপুরে ব্রিটিশ সেনার কাছে পরাজিত হয়ে শহীদের মৃত্যুবরণ করেন। ইতিহাসে নেই এই সেদিন বাংলাদেশের মুক্তি যুদ্ধে খান সেনারা সারোপার সিলেট ক্যাম্প থেকে অনবরত গোলা বর্ষণ করতো, আর তার জবাব দিত ভারতীয় সেনা বাহিনী মালেগড় টিলার ব্যাঙ্কার হতে। পরে মাটি খনন করে উঠে আসে দুটি বিশাল তলোয়ার, একটি পিস্তল, আগুন জ্বালাবর পাথর। কথিত আছে টিলার ওপরে ট্রেজারি লুঠ হওয়া বাক্স টিলায় খোলা হয়। সেই থেকে টিলা মালেগড় টিলা।

আলো পড়েনি, কেউ ভ্রমণের লোভে লঙ্গাই- সোনাই নদীর কাছে আসে না। একটি নদী দুটি নামে নীরবে দুই দেশের মাঝে ইতিহাস ধারণ করে আছে। বিভূতিবাবুর “আরণ্যক” উপন্যাসের রাজা দোবরু পান্নার রাজবাড়ি যেন। চুরুটের ধোঁয়া নেই। বিজ্ঞাপন নেই। গুগল সার্চে বিবরণ নেই। অথচ ঘুমিয়ে আছেন সেনানীরা। লোঙ্গাইয়ে সূর্য ওঠে, সন্ধে নামে। লঙ্গাই বেঁকে চলে যায় ওপার বাংলায়। নাম হয় সোনাই। টিলার ওপরে সেনানীরা অপেক্ষায় থাকে। নিচে বয়ে যায় জলরাশি। অভিমানে।

মালেগড় সমাধি। আসামের করিমগঞ্জ জেলার লাতুর একটু দূরে একটু কাছে মালেগড় টিলা। ১৮ই ডিসেম্বর, মালেগড় দিবস। লাতুর মানুষের কাছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here