পিয়ালী দাস, বীরভূমঃ
আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম সফরে এসে প্রশাসনিক বৈঠকে জানান, শুধু অমর্ত্য সেনের মত স্বনামধন্য লোক নন অনেক লোক আছেন যারা রাজ্য সরকারের কাছে আবেদন করেছেন, তাঁদের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে বলে।
আশ্রমিকদের হাঁটতে দেওয়া হচ্ছে না। তাঁদের প্রয়োজনীয় কোন কনস্ট্রাকশন করতে দেওয়া হচ্ছে না। আজকেই আমি ফাইল ক্লিয়ার করে দিয়েছি। আমি বলেছি, হামারা রাস্তা থা। হামকো বাপস দে দো। আজকে কোন বিতর্কে যেতে চাই না।
আরও পড়ুনঃ ঝাড়গ্রাম জেলা পরিষদ পুলিশ নিয়ে গিয়ে তৃণমূলকে জেতানো হয়েছে! বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
বিশ্ব ভারতীর প্রাক্তন উপাচার্য স্বপন দত্ত আছেন যিনি ভালো বলতে পারবেন। আমি কোনদিন ভাবি নি, শান্তি নিকেতনে পৌষ মেলা, বসন্ত উৎসব বন্ধ করে দেওয়া হবে। আমি দেখছি, রবীন্দ্র সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিদ্যাসাগরের মূর্তি ভেঙে, বিশেষ করে নেতাজীর সমস্ত ফাইল ওপেন করে, সব কিছু জানার ব্যবস্থা করবে, কিন্তু আজ পর্যন্ত কিছুই হয় নি।
আরও পড়ুনঃ আন্দোলনের মাঝেই ফের কৃষকদের শক্তিশালী করার বার্তা মোদীর
যারা বহিরাগত গোটা বিশ্বভারতী দখল করে রেখেছে। তারা পার্টি মেম্বারও আছে। অমর্ত্য সেন বাংলার গর্ব। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রথম নোবেল পুরস্কার এনে দেন। সেই নোবেল পুরস্কার চুরি হয়ে গেছে। সিবিআই এনকোয়ারি করছে।
অমর্ত্য সেন থেকে, বিনায়ক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মাদার টেরেজা তাঁদের ঐতিহ্য আছে। পৃথিবীর মানুষ তাঁদের চেনে। তাঁরা কি আদর্শ নিয়ে কথা বলবেন, সেটা তাঁদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার।” এরপর সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হয় সেই জন্য কী তাদের টার্গেট করা হচ্ছে, তার উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, “টার্গেট তো সবাই কে করা হচ্ছে। অনেক লোককে করা হচ্ছে। এটা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। আমাকে পলিটিক্যালি টার্গেট করা হচ্ছে এবং অমর্ত্য সেনকে এডুকেশনাল টার্গেট করা হচ্ছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584