শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
জেইই-নিট পরীক্ষা সেপ্টেম্বরে বাতিলের দাবিতে ইতিমধ্যেই নবান্নে বিজেপি বিরোধী সর্বদলীয় বৈঠক থেকেই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের দ্বারস্থ হয়েছে ৬ টি অবিজেপি রাজ্য। এবার শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ভার্চুয়াল সভায় সেই ইস্যুকে কেন্দ্র করেই ফের সুর চড়ালেন তিনি।
প্রধানমন্ত্রীকে নিশানা করে এদিন তিনি সরাসরি বলেন, পরীক্ষা নিয়ে ভোট রাজনীতি করা হচ্ছে। পরীক্ষার্থীদের জিজ্ঞাসা করুন, তারা কি চান? অন্যদিকে, জেইই নিট পরীক্ষার্থীদেরও স্বাস্থ্যবিমার আওতায় আনার দাবি জানালেন মুখ্যমন্ত্রীর ভাইপো তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, কোভিড পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসার আগেই গায়ের জোরে পরীক্ষা চাপিয়ে দেওয়া হচ্ছে বলে আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এখনও গণপরিবহণ ঠিকঠাক চালু না হওয়ার ফলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে বর্তমানে যথেষ্ট বেগ পেতে হবে পড়ুয়াদের। থাকছে সংক্রমণের আশঙ্কাও।
আরও পড়ুনঃ পৌষমেলার মাঠকে যৌনক্ষেত্র বলে উল্লেখ অগ্নিমিত্রার
এদিনের প্রতিষ্ঠা দিবসের ভার্চুয়াল অনুষ্ঠান থেকেও সেকথাই আরও একবার জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র সরকারকে নিশানা করে বাংলার মুখ্যমন্ত্রীর দাবি, ‘গায়ের জোরে পরীক্ষার সিদ্ধান্তে চাপিয়ে দেওয়া হচ্ছে। দেশের বর্তমানে ভয়াবহ পরিস্থিতি। মন কি বাত বলছেন কিন্তু কে শুনছে সেকথা তিনি জানতে চাইছেন না কখনও।‘ এদিনের মঞ্চ থেকে ৯ আগস্ট ছাত্র দিবস হিসাবে পালনের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ রাজনৈতিক মহামারি রুখতে হবেঃ মমতা
অন্যদিকে শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘করোনা পরিস্থিতিতে নিট-জেইই পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়ে প্রায় ২৭ লক্ষ পড়ুয়ার জীবন নিয়ে খেলছে কেন্দ্রীয় সরকার। যদি তারা পরীক্ষা করাতেই চায়, তবে তাদের অবশ্যই লিখিত প্রতিশ্রুতি দিতে হবে যে যদি কোনও পড়ুয়ার মধ্যে সংক্রমণ ঘটে তবে কেন্দ্রকেই তাঁর দায়িত্ব নিতে হবে।’
একই সঙ্গে তিনি বলেন, ‘পরীক্ষার আগে যাতে প্রত্যেক পরীক্ষার্থীর করোনা পরীক্ষা করানো হয়, সেটি নিশ্চিত করতে হবে। সকল পরীক্ষার্থীদের বিমার আওতায় আনতে হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584