বিরোধী জোটের মুখ তাহলে কে! ‘ক্যাডার হয়ে থাকতে চাই’, বললেন মমতা

0
66

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর ঘিরে রাজনৈতিক জল্পনার শেষ নেই। ইতিমধ্যেই তিনি ডাক দিয়েছেন বিজেপি বিরোধী জোট গড়ার। তবে বিজেপি বিরোধী জোটের মুখ কে হবেন তা নিয়ে মমতার আজকের মন্তব্য সে জল্পনা আরো একটু উস্কে দিল।

Mamata Banerjee
সৌজন্যেঃ এএনআই

বিরোধী জোটের মুখ কে হবেন এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বললেন, “আমি রাজনৈতিক জ্যোতিষী নই। সব কিছুই নির্ভর করছে পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে তার ওপর।” ওয়াকিবহাল মহলের মতে এই উত্তরের মধ্যে দিয়ে মমতা জিইয়ে রাখলেন জল্পনা। অদূর ভবিষ্যতে জাতীয় রাজনীতির ‘মুখ’ যে তিনি হবেন না এমনটাও বলেননি আবার তিনিই হবেন আগামীর অবিজেপি জোটের মুখ সেকথাও খোলসা করে বলেননি।

এদিন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাড়িতে তৃণমূলের অন্যান্য সাংসদদের সাথে বৈঠক করেন তৃণমূল সুপ্রীমো। বৈঠক শেষে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন, ” আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই আগামী প্রধানমন্ত্রী দেখতে চাই। একমাত্র তাঁর নেতৃত্বেই মোদি সরকারকে উৎখাত করতে চাই।”

আরও পড়ুনঃ আইপ্যাক কর্মীদের বিরুদ্ধে ফৌজদারি ধারায় পদক্ষেপের পথে ত্রিপুরার পুলিশ, হাজিরার নির্দেশে চিঠি

বুধবার সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। জোটের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, “যখন এই বিষয় নিয়ে আলোচনা হবে, তখন আমরা সিদ্ধান্ত নেব। আমি নিজের থেকে চাইব না। আমি একজন সাধারণ কর্মী আর সেই ভাবেই থাকতে চাই। আমি নেতা নয় ক্যাডার হয়েই থাকতে চাই।” পাশাপাশি মোদী সরকারকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, “আমরা অনেক ‘আচ্ছে দিন’ দেখেছি। এ বার ‘সাচ্চে দিন’ দেখতে চাই।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here