রাজনৈতিক মহামারি রুখতে হবেঃ মমতা

0
83

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তারাই ভবিষ্যত প্রজন্মকে পথ দেখাবে। তাই শিক্ষার্থীদের আরও বেশি করে সংগঠনের কাজে লাগাতে হবে, শুক্রবার এমন বার্তাই দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee | newsfront.co
টিএমসিপি’র ভার্চুয়াল সভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব চিত্র

প্রসঙ্গত, রাজনৈতিক দলাদলি দেখতে দেখতে এখনকার প্রজন্মের বেশিরভাগের মধ্যেই রাজনৈতিক বিতৃষ্ণা জন্ম নিয়েছে। সহজে এখন দেশের পড়ুয়ারা রাজনীতির পথ মাড়াতে চান না, বরং তাদের অনেক বেশি পছন্দ সুনিশ্চিত চাকরি থেকে ব্যবসা।

কিন্তু দেশের যুব প্রজন্মকে আরও বেশি করে রাজনীতিতে না আনলে ক্ষতি হয়ে যাবে দেশেরই। তাই নিজের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে এ দিন তৃণমূলনেত্রী জানান, ‘যুবক এবং শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তারা মেধাবী, দক্ষ, পরিশ্রমী। একজন ছাত্রকর্মী হিসাবে আমার রাজনৈতিক সংগ্রাম শুরু হয়েছিল। দেশের ভবিষ্যৎ নেতারা শিক্ষার্থীদের মধ্যে থেকে উত্থিত হবে।’

আরও পড়ুনঃ নিজের দলীয় কর্মীর বিরুদ্ধেই কাটমানির অভিযোগ দিব্যেন্দুর

একই সঙ্গে করোনাভাইরাস পরিস্থিতির প্রসঙ্গ তুলেও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কোনও কাজ না করে বিরোধীরা শুধু সরকারকে কটাক্ষ করে যাচ্ছে। করোনা মহামারী রুখে দেবো। অন্যান্য মহামারীও রুখে দেবো। কিন্তু রাজনৈতিক মহামারী রুখতে হবে।’

আরও পড়ুনঃ ছাত্র-যুবর মন জয়ে শাহরুখের সিনেমার নামে তৃণমূলের নয়া পোস্টার অভিযান ‘ম্যায় হুঁ না’

প্রসঙ্গত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে তা এ দিন আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বুলেটিনে প্রকাশ, বৃহস্পতিবারই রাজ্যে ৮০% মানুষ সুস্থতা দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। তিনি বলেন, ‘৭৫ শতাংশ মানুষ এমনই সুস্থ হয়ে যাচ্ছেন। বাকিরা বাড়িতে থাকুন। কিচ্ছু হবে না সুস্থ হয়ে যাবেন। করোনা একদিন চলে যাবে।

কিন্তু করোনাকে কেন্দ্র করে রাজনৈতিক তাণ্ডব বিজেপি সরকার তৈরি করেছে। সোশ্যাল মিডিয়াতে
মিথ্যা প্রচার করছে।ছাত্রসমাজ আমাদের পাশে থাকলে সারা ভারতবর্ষের কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দেবে পশ্চিমবঙ্গ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here