কোচবিহারের সভামঞ্চ থেকে বিজেপির উদ্দেশ্যে সামনা সামনি যুদ্ধের আহ্বান মুখ্যমন্ত্রীর

0
55

মনিরুল হক, কোচবিহারঃ

২১-এর নির্বাচনের আগে কোচবিহারে দলের হাল ফেরাতে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটে বিজেপির কাছে হার হয়েছে তৃণমূলের। একুশের ভোটের আগে এখন ফের দল ছাড়ার হুজুগ উঠেছে। ইতিমধ্যে কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী বিজেপিতে যোগ দিয়েছেন। সেই পরিস্থিতিতে আজ কোচবিহারে দলীয় সভা করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee | newsfront.co
রাসমেলা ময়দানে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী। নিজস্ব চিত্র

এদিন কোচবিহার রাস মেলা মাঠে দলীয় সভার বক্তৃতায় ফের বিজেপিকে একহাত নেন দলনেত্রী। সরাসরি বিজেপির উদ্দেশ্যে সামনা সামনি  যুদ্ধের আহ্বান করেন তিনি। মমতা বলেন,”আজকে লড়াই করতে করতে অনেক লড়াই করেছি। বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়াই করেছি। আমার সারা শরীর কাটাফাটা। আমি ভয় পাই না। যদি বিজেপি মনে করে পুরো দিল্লিকে নিয়ে বাংলায় পড়ে থাকবেন, আসুন না যুদ্ধ হয়ে যাক সামনা সামনি।

আরও পড়ুনঃ জোয়ার – ভাটার তুলনা দিয়ে, নাম না করে শুভেন্দুকে তোপ মমতার

কবে যুদ্ধ করবেন? কোথায় করবেন? যুদ্ধটা করুন রাজনৈতিক যুদ্ধ, গুণ্ডামির যুদ্ধ নয়, দাঙ্গার যুদ্ধ নয়, আসুন শান্তির যুদ্ধ করি, গণতন্ত্রের যুদ্ধ করি, কবে করবেন বলুন, জায়গা আপনারা ঠিক করুন, দরকার হলে কোচবিহারে মদন মোহনকে সাক্ষী রেখে এই রাস মেলা মাঠে করুন। আপনারা একদিকে থাকবেন, আমরা একদিকে থাকব। আপনার সাথে গুণ্ডা থাকবে, আমার সাথে মানুষ থাকবে। আমি দেখব এই যুদ্ধে কে জয় লাভ করে।”

আরও পড়ুনঃ বহিষ্কৃত হওয়া দিবাকর জানা, সেলিম আলিকে দলে ফেরালো তৃণমূল

কেন্দ্রের কৃষি বিল নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, লঙ্কায় গিয়েই বাবুরা রাবণ হয়ে গেছে। কৃষকদের বিরুদ্ধে অ্যান্টি ফারমারস বিল! এরপর আর আলু পাবেন না, পিঁয়াজ পাবেন না। চাষিদের নিজের চাল সব কেড়ে নিয়ে চলে যাবে। ছোট বেলার একটি ছড়া মনে করিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সব বর্গিরা চলে এসেছে, ডাকাতগুলো।

সেই ডাকাতগুলো এসে এখন সমস্থ কিছু চাষিদের কেড়ে নিচ্ছে, শ্রমিকদের কেড়ে নিচ্ছে, ছাত্র যৌবনের ভাষা বলার অধিকার কেড়ে নিচ্ছে, সংবাদমাধ্যমের স্বাধীনতা কেড়ে নিচ্ছে, মা বোনেদের সম্মান কেড়ে নিচ্ছে, তপশিলি, আদিবাসী, রাজবংশীদের উপর অত্যাচার করছে। তাই আপনাদের বলব জোট বাঁধুন তৈরি হন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here