নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
আগামী ডিসেম্বর মাসে তিন দিনের সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই লক্ষ্যেই প্রশাসনের তরফ থেকে ঢেলে সাজানো হচ্ছে গোটা এলাকা। ভেঙে ফেলা হচ্ছে অবৈধ নির্মাণ গুলি।
আরও পড়ুনঃ ৯ ডিসেম্বর খড়্গপুর সফরে মমতার ধন্যবাদ জ্ঞাপন সভা
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের রূপসী বাইপাসের কাছে ভেঙে দেওয়া হল অবৈধ দোকানপাট। জানা গেছে, দীঘাতে ১১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রী শিল্পপতিদের নিয়ে মিটিং ও প্রশাসনিক বৈঠক করবেন। তার আগেই সোমবার জেলার দীঘা-নন্দকুমার জাতীয় সড়কের কাঁথি রূপসী বাইপাসের কাছে অবৈধ দোকান ভেঙে দিল প্রশাসন।
জানা গেছে , কাঁথি থেকে নন্দকুমার যাওয়ার পথে সরকারি নির্মিত রাস্তার উপর অবৈধ দোকানপাট থাকার জন্য স্থানীয় মানুষ ও যান চলাচলের খুবই অসুবিধা হতো। তাই প্রশাসনের পক্ষ থেকে দোকানগুলি ভেঙে দেওয়া হল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584