নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ ও এনআরসি-র বিরোধিতায় আজ পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে আম্বেদকরের মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু করলেন তৃণমূল সুপ্রিমো। মিছিলে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ।
আজকের মিছিল যাবে জোড়াসাঁকো পর্যন্ত। ‘‘বাংলায় কোনও এনআরসি হবে না, কাউকে তাড়ানো হবে না। শান্তিপূর্ণভাবে মিছিল করতে হবে’’, এমন শপথ বাক্য পাঠ করিয়েই মিছিল শুরু করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
সিএএ ও এনআরসি এর প্রতিবাদে রাজ্যে ভ্যান্ডালিজম শুরু হয়েছিল কিছুদিন যাবৎ।
“We are all citizens. Communal harmony is our motto. We will not allow #NRC. We will not allow #CAB“@MamataOfficial administers the pledge ahead of #NoCABNoNRC rally pic.twitter.com/ndCrb5XzDw
— All India Trinamool Congress (@AITCofficial) December 16, 2019
এসবের তীব্র বিরোধিতা করে মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যে বিরোধিতা করতে গেলে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করতে হবে, কোনও রকমের আতঙ্ক সৃষ্টি করা যাবে না।
সেই কথা মতো আজ, দুপুর ১টায় রেড রোডে আম্বেদকর মূর্তির পাদদেশ প্রথমে জমায়েত করবেন জোড়া-ফুল শিবিরের নেতা, কর্মীরা।
সেখান থেকে মেয়ো রোড, ধর্মতলা, সেন্ট্রাল এ্যাভিনিউ হয়ে মিছিল পৌছবে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। মিছিলের নেতৃত্বে থাকবেন তৃণমূল সুপ্রিমো।
লালবাজার সূত্রে খবর, দুপুরে যান নিয়ন্ত্রণ করা হবে রেড রোড ও সংলগ্ন রাস্তাগুলোতে। মিছিল যে পথে এগোবে সেখানেই যান নিয়ন্ত্রিত হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584