নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
কেন্দ্রের মোদি সরকার মিথ্যাচারের উপর চলছে। ক্ষমতায় আসার আগে যা প্রতিশ্রুতি তারা দিয়েছিল। তার একটিও পালন করেন নি। শুধু মানুষকে ঠকিয়েছে। মেকিং ইন্ডিয়া, জিএসটি, নোটবন্দি এমন একটাও কর্মসূচী সফল করতে পারেনি মোদি সরকার।
এভাবে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা মালদার তৃণমূলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। বুধবার দুপুর দু’টোয় পুরাতন মালদা ব্লকের সাহাপুর গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর গ্রামের ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাসের ধারে জনসভার আয়োজন করে মালদা জেলা তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
একই জায়গায় ২২ জানুয়ারি জনসভা করে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। একই মাঠে পাল্টা এদিন সভা করে তৃণমূল কংগ্রেস। এদিনের সভার মধ্যমণি ছিলেন উত্তর মালদার কংগ্রেস সাংসদ মৌসুম নূর।
এছাড়া উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, ওই দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা, পর্যটন মন্ত্রী গৌতম দেব, মালদা জেলাপরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল, বিধায়ক নিহার ঘোষ, ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান বাবলা সরকার সহ অন্যান্যরা।
এদিনের সভায় উপচে পড়েছিল মানুষের ভিড়। মাঠ ছাপিয়ে দুই কিলোমিটার রাস্তা জুড়ে ছিল তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়।
তৃণমূলের ডাকা জনসভায় প্রথম ভাষণ রাখতে গিয়ে সাংসদ মৌসুম নূর বলেন, “দুদিন আগে আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মন্ত্রী শুভেন্দু অধিকারির হাত ধরে তৃণমূলে এসেছি । তারপর থেকে এত সম্মান ভালোবাসা পেয়েছি। যা আমাকে উজ্জীবিত করেছে। মনে হচ্ছে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমরা অবশ্যই বিজেপিকে আটকাতে পারব।”
এদিন মন্ত্রী শুভেন্দু অধিকারি বলেন, আজকের সভায় যে এত লোক হয়েছে, সেটা বাইরের রাজ্য থেকে আনতে হয় নি। কোটি কোটি টাকা খরচ করে মিথ্যাচার করে গিয়েছেন অমিত শাহ। বলেছেন ব্রিগেডে নাকি “ভারত মাতা” এবং “বন্দেমাতরম” উচ্চারণ হয় নি। অথচ ব্রিগেডে সভা যারা দেখেছেন বা শুনেছেন সকলেই জানেন কারা কারা বন্দেমাতারাম এবং ভারত মাতা উচ্চারণ করেছেন।
এরকম মিথ্যাচারের উপর দাঁড়িয়ে বিজেপি দেশ চালাচ্ছে। আচ্ছে দিন আসবে। কাদের আচ্ছে দিন এসেছে দেশের মানুষ তা দেখতে পাচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে প্রমাণ হয়ে গিয়েছে লড়াইটা হবে সাম্প্রদায়িক দলের সঙ্গে তৃণমূলের। এখনো যারা তৃণমূলের বাইরে আছেন। মৌসুম নুর সহ অন্যান্যদের পথ অনুসরণ করার আহ্বান জানান মন্ত্রী শুভেন্দু অধিকারি।
তিনি স্পষ্টতই দাবি করেন , কেন্দ্রে যে দলই ক্ষমতায় আসুক না কেন। সেই সরকারের নিয়ন্ত্রক ভূমিকায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন,” রাজ্যের ৪২টি আসনই আমরা দলনেত্রী হাতে তুলে দিতে চাই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি উন্নয়ন করেন। কিন্তু বিভাজন করেন না।”
এদিনের জনসভায় দুই মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং গৌতম দেব বলেন, বাংলার মানুষ অন্ততপক্ষে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ-কে ভোট দেবেন না। কারণ এরাজ্যের মানুষ রাজনৈতিকভাবে সচেতন। মালদা তথা উত্তরবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584