জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের সালারের কাগ্রামে বধূ হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। গত রবিবার সকালে মৃত গৃহবধূ জয়ার বাবা তপন ব্যানার্জী পড়শীদের সূত্রে জানতে পারেন, তার মেয়ে অর্থাৎ জয়া ব্যানার্জী আর বেঁচে নেই। তারপরে বাড়িতে এসে দেখেন তার নিথর দেহ পড়ে আছে। হাসপাতালে যাওয়ার পর বুঝতে পারেন সবশেষ। রবিবারে কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। মৃত গৃহবধূ জয়া ব্যানার্জীর বয়স হয়েছিল ৩১ বছর।
এরপর সোমবার জয়ার বাবা ও তার পরিবার এফআইআর করেন সালার থানায়। অভিযোগ জানানো হয়, তাদের মেয়েকে খুন করা হয়েছে। তিনি এও বলেন, লাগাতার তাকে তার জামাই সুমন মুখার্জী হুমকি দিচ্ছেন। এমনকি তার ৯ বছরের নাতনির সঙ্গে দেখা করতে দিচ্ছে না সুমন ও তার পরিবার। এরপরেই মিডিয়ার সামনে মুখ খুললেন জয়ার বাবা তপন ব্যানার্জি।
মৃত জয়া ব্যানার্জীর দিদি সোমা ব্যানার্জী বলেন, “আমার বোনকে সুমন দীর্ঘদিন ধরেই মানসিকভাবে অত্যাচার করে এসেছে। সুমনের একাধিক স্ত্রীর সঙ্গে সম্পর্ক রয়েছে, এই বিষয়ে প্রতিবাদ করাতেই বোনকে চক্রান্ত করে হত্যা করেছে। আমরা এর সুবিচার চাই, খুনিদের সঠিক শাস্তি চাই।”
আরও পড়ুনঃ ঘরের টাকা আত্মসাৎ করার অভিযোগ জুরানপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584