নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউন শিথিল হতেই ফের গনপিটুনির ঘটনা সামনে এল। ছাগল চোর সন্দেহে ২ যুবককে বেধড়ক পেটাল এলাকার বাসিন্দারা। ভিনরাজ্য থেকে কয়েক হাজার পরিযায়ী শ্রমিক কাজ হারিয়ে বিভিন্ন এলাকাতে ফিরে এসেছেন। এর মধ্যে ছাগল চুরির ঘটনাকে কেন্দ্র করে গনপিটুনি প্রশাসনের চিন্তা বাড়াবে বলে মনে করা হচ্ছে।
বুধবার দুপুরে রায়গঞ্জের সোহারই মোড় এলাকায় এই গনপিটুনির ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, ‘ওই দুই যুবক এদিন টোটোয় করে এলাকা থেকে একটি ছাগল চুরি করে পালানোর চেষ্টা করে। সে সময় এলাকাবাসীরা তাদের হাতেনাতে ধরে ফেলে। শুরু হয় গনপিটুনি।
আরও পড়ুনঃ খাল সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশের সামনে অভিযুক্তদের মারধর করায় একজনকে গ্রেফতারও করেছে পুলিশ।’ এদিকে এই ঘটনায় রীতিমত তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584