নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
বৃহস্পতিবার দুপুর ২ নাগাদ দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের কাছে এক বিক্ষোভকারীর দিকে গুলি চালিয়েছে এক দুষ্কৃতী। বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী যুবকের দিকে গুলি চালিয়ে ওই দুষ্কৃতী বলে, “এই নে আজাদী।” ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘটনার ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
সূত্রের খবর, ঘটনার সাথে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আক্রান্ত ওই যুবককে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সতীর্থরা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। পাশাপাশি পুলিশ ওই দুষ্কৃতীকে আটক করে গ্রেফতার করে। রাস্তায় যাতে অযথা জ্যাম সৃষ্টি না হয় সেজন্য যানবাহন চলাচলের রুট ঘুরিয়ে দেওয়া হয়।
#WATCH A man brandishes gun in Jamia area of Delhi, culprit has been detained by police. More details awaited. pic.twitter.com/rAeLl6iLd4
— ANI (@ANI) January 30, 2020
গত ১৫ ডিসেম্বর সিএএ-বিরোধী আন্দোলনে উত্তাল হয় জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। পুলিশের বিরুদ্ধে ক্যাম্পাসে ঢুকে নিরস্ত্র শিক্ষার্থী, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর হামলা করার অভিযোগ ওঠে।
জামিয়া বিশ্ববিদ্যালয়ের নিকটেই দিল্লির শাহিনবাগে গত এক মাস ধরে মুসলিম মহিলারা সিএএ-র বিরোধিতায় ধরনায় বসেছেন। দু’দিন আগেই বিহার থেকে শাহিনবাগ আন্দোলনের মাথা জেএনইউ-র ছাত্র শরজিল ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ জামিয়াতে এই ধরনের ঘটনা আবার ঘটায় রাজনৈতিক মহলে শোরগোল ছড়িয়েছে। অনেকেই আন্দাজ করছে শরজিলের গ্রেফতার এবং আজ জামিয়াতে গুলি চলার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584