নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ
শুধুমাত্র বাল্যবন্ধুর সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় কারণে খুন হতে হল এক গৃহবধূকে! হ্যাঁ এমনই ঘটনার সাক্ষী থাকল পূর্ব বর্ধমান। বাল্যবন্ধুর সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাই ছিল ওই গৃহবধূর অপরাধ।
আর তাই তাঁকে পুড়িয়ে মারল স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা। ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের কালনার নিচু জাপট এলাকায়। নিহত পায়েল হালদারকে শ্বাসরোধ করে খুন করে দেহ জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জানা গিয়েছে, গত ৪ অগাস্ট ফ্রেন্ডশিপ ডে-তে এক বাল্যবন্ধুর সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন পায়েলদেবী। এর পরই শুরু হয় দাম্পত্যকলহ। পায়েলের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় বলে দাবি নিহতের পরিবারের।
আরও পড়ুনঃ বাংলাদেশী অনুপ্রবেশকারী গ্রেফতার সাহেবগঞ্জে
বুধবার বিকেলে তাঁকে শ্বাসরোধ করে খুন করেন তাঁর স্বামী অভিজিৎ বর্মন। তারপর তাঁর দেহ জ্বালিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ নিহত বধূর বাপের বাড়ির লোকেদের। ওই গৃহবধূর শ্বশুর বাড়ির বিরুদ্ধে কালনা থানায় অভিযোগ দায়ের করেন মৃতার বাপের বাড়ির লোকেরা। এরপর ঘটানস্থলে পৌঁছে পায়েলদেবীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, ১০ বছরের দাম্পত্য জীবন পায়েল ও অভিজিতের। কালনার বড় ঘড়ি এলাকায় পায়েলের বাপের বাড়ি। কালনার নামী বেকারির মালিক অভিজিতের সঙ্গে তাঁর প্রণয়ের সম্পর্ক পরিণয়ে পরিণত হয়েছিল। দম্পতির ৮ বছরের একটি ছেলেও রয়েছে।
আরও পড়ুনঃ কোচবিহার জেলা পুলিশের সহায়তায় করোনা আক্রান্তের শেষকৃত্য
প্রতিবেশীরা জানিয়েছেন, অভিজিৎ স্ত্রীকে নিয়ে মাঝেমাঝেই রেস্তোরাঁয় খেতে যেতেন। সেখানে গিয়ে পায়েলের সঙ্গে দেখা হয়েছিল তাঁর এক বাল্যবন্ধুর। সপরিবারে সেখানে সেলফি তোলেন তাঁরা। এরপর গত ৪ অগাস্ট ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন পায়েল। তাতেই ক্ষোভে ফেটে পরেন তাঁর স্বামী অভিজিৎ। তারপরই রাগ সামলাতে না পেরে খুন করেন স্ত্রীকে।
মৃতার শ্বশুরবাড়ির লোকেদের দাবি, দাম্পত্যকলহের জেরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয়েছেন পায়েল। এদিকে, নিহতের বোনের দাবি, তাঁকেও অকথ্য গালিগালাজ করেছেন পায়েলের স্বামী অভিজিৎ। শেষপর্যন্ত মৃতার বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে শাশুড়ি-সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584