শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
সরাসরি তথ্যপ্রমাণ না থাকলেও শুধুমাত্র সন্দেহের বশেই মানুষ অনেক অপরাধ ঘটিয়ে ফেলে। ঠিক তেমনই ঘটনা ঘটল তিলজলার ৯৭এ তপসিয়া রোডে। ইতিমধ্যেই অভিযুক্ত প্রৌঢ় ওয়াহিদ আলিকে গ্রেফতার করেছে তিলজলা থানার পুলিশ। ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।
জানা গিয়েছে, এক সময়ে কাজকর্ম করলেও এখন বেশির ভাগ সময়ে বাড়িতেই বসে থাকতেন ওয়াহিদ। সংসার চালানোর জন্য একটি বিউটি পার্লারে কাজ করতেন স্ত্রী। বুধবারও তিনি কাজে যান। কোনও কারণে বাড়ি ফিরতে দেরি হয়ে গেলে ওয়াহিদের মনে সন্দেহ তৈরি হয় যে তার স্ত্রী পরকীয়ায় জড়িয়েছেন।
আরও পড়ুনঃ দশেরা উপলক্ষে রাবণ-মেঘনাদ-কুম্ভকর্ণের প্রতিমূর্তি দাহ করল সল্টলেক সাংস্কৃতিক সংসদ
কিছুদিন ধরেই স্ত্রী দেরি করে ফিরছিলেন, তাই সন্দেহ আরও দৃঢ় হয়। তাই এদিন স্ত্রী ফিরতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ওই প্রৌঢ়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরই স্বামীর বিরুদ্ধে তিলজলা থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুরে দুটি পৃথক দুর্ঘটনায় ২জনের মৃত্যু,আহত ২
ওই মহিলা আরও জানান, দীর্ঘ ২২ বছর ধরে তাঁর উপর মানসিক ও শারীরিক অত্যাচার করে চলেছে ওয়াহিদ। কোনওরকম বাইরের সম্পর্ক না থাকা সত্ত্বেও তাকে ক্রমাগত সন্দেহ করেই যাচ্ছিলেন। নিগৃহীতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয়েছে ২টি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584