নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
করোনায় আক্রান্ত গাজোল টোল প্লাজার এক অফিসারের মৃত্যুর খবরকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে। টোল প্লাজার পাশ্ববর্তী বাসিন্দাদের দাবি, মৃত ব্যক্তির সংস্পর্শে যারা এসেছিলেন তাদের প্রত্যেককেই হোম কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হোক।
টোল প্লাজা কয়েকদিন বন্ধ রেখে ভালোভাবে স্যানিটাইজ করা হোক। তবে টোল প্লাজায় কর্মরত সমস্ত কর্মীর লালার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। করোনায় সংক্রামিত গাজোল টোল প্লাজার ওই অফিসার ভর্তি ছিলেন মালদহে।
আরও পড়ুনঃ লকডাউনের জেরে কলকাতায় প্রথম বন্ধ হল পাঁচতারা হোটেল
কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান তিনি। এদিন তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গাজোলে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরকারি গাইডলাইন মেনে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584