অতি বৃষ্টিতে সবংয়ে জলের তলায় কাঠের সেতু, এলাকা পরিদর্শনে জনপ্রতিনিধিরা

0
45

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

গত কয়েকদিন ধরে মুষলধারে বৃষ্টির জন্য পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১৩ নম্বর বিষ্ণুপুর অঞ্চলে নাগল কাটায় একটি কাঠের সেতু গতকাল জলের তলায় চলে যাওয়ায় পূর্ব মেদিনীপুর জেলার সাথে যোগসূত্র ভগবানপুর, ময়না পটাশপুর এলাকা সবং থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সবংয়ের পাঁচটি সংসদের প্রায় ১০ হাজার মানুষ সব কিছু থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

govt officer | newsfront.co
নিজস্ব চিত্র

ফলে দুর্ভোগ দেখা গিয়েছে দুই জেলার মানুষের মধ্যে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গত কালকে সন্ধ্যায় এলাকার বিধায়িকা ও রাজ্যসভার সাংসদ ডাক্তার মানস ভুঁইয়া সেচ দফতরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং কন্টাই ডিভিশনের সেচ দফতরের অফিসাররা সবং তেমাথানিতে অবস্থিত সেচ দফতরের অধিকর্তা শুভাশিস পাত্র এবং অন্যান্য কর্মকর্তাদের এলাকা পরিদর্শন করতে বলেন।

officers | newsfront.co
এলাকা পরিদর্শনে জনপ্রতিনিধিরা। নিজস্ব চিত্র
manas bhuia | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ অতিবৃষ্টিতে পুকুরের জল উপচে প্লাবিত ভগবানগোলার রেল কলোনি এলাকা

এলাকা পরিদর্শনের পর বিধায়িকা সেচ দফতরকে যাতায়াতের জন্য দুটি নৌকার অনুরোধ করেন। এই বিষয়ে মানস ভুঁইয়া বলেন কেন্দ্র তার ভাগের টাকা না দেওয়ায় সবং, পিংলা, ডেবরা, নারায়ণগড়, ময়নাপুর এইচসি ব্লকের মানুষ আস্তে আস্তে করে বিপদের দিকে এগিয়ে যাচ্ছে।

বর্তমান কেন্দ্র সরকারের এবং বিজেপি বিরোধিতার জন্য এই ব্লকের মানুষদেরকে আবার বন্যার কবলে পড়তে হবে। এই বিষয়ে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here