নারীশক্তির জাগরণ কে সামনে রেখেই তৈরি হচ্ছে মন্ডপ সজ্জা

0
218

পিয়ালী দাস,বীরভূমঃ

নারীধর্ম যে পরম ধর্ম তা শিকাগো সম্মেলনে স্বামী বিবেকানন্দ ১২৫ বছর আগে ধর্ম মহাসভায় বলেছিলেন।তিনি বলেছিলেন “না জাগিলে ললনা,এ বিশ্ব জাগেনা” সেই স্বামীজির উক্তি কে এবার দূর্গা পূজোর থিম সাজিয়ে মানুষের মধ্যে নারীত্বের জাগরন ঘটানোর এক প্রয়াস করেছে সাঁইথিয়ার জয়তু সুভাষগোস্টী।মন্ডপের সাজসজ্জায় আনা হয়েছে মাতৃত্বের স্বাদ,সমাজ পরিচালনায় যে শুধু পুরুষ নয়,নারীদের অবদান ভোলার নয় তা সাজসজ্জার নিখুত ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন শিল্পী প্রদীপ কুমার বৈদ্য। মন্ডপের ভেতরে লড়াকু,প্রতিবাদী,মহীয়সী, দৃস্টান্তকারী,ইতিহাস সৃষ্টিকারী,অতীত থেকে বর্তমান সব নারীদের আত্মকাহীনীর কথা তুলে ধরা হয়েছে এই মন্ডপে।

নিজস্ব চিত্র

সাঁইথিয়া বিধানসভার বিধায়ক নীলাবতী সাহা জানান,এই পূজোর সাথে তিনি ওতোপ্রতো ভাবে জড়িয়ে আছেন,কারন এই পুজো তাঁর পাড়ার। পুজোর থিম নিয়ে বিধায়ক বলেন,”নারী না হলে বিশ্বের সৃষ্টি হত না,তাই তো মহান স্বামী বিবেকানন্দের যুগান্তকরী মন্তব্য কেই এবার প্রধান আর্কষন করে তোলা হয়েছে।”
অত্যন্ত দুঃখের সাথে নীলাবতী সাহা বলেন, আজও নারীরা পৃথীবির প্রতি কোনায় অত্যাচারিত হচ্ছে,কেন হবে এমন,নারীকুল এর কি অধীকার নেই সসম্মান এর সহিত মাথা উঁচু করে নিজের কর্মপরিধির মধ্য দিয়ে সাফল্য অর্জন করার, প্রতিবাদিনী নারী আজও সমাজের সেই সব গূঢ় সমাজপতি দের বুঝিয়ে দেয় নারীকুলের নারীধর্ম সমাজে প্রতিভার বিচ্ছুরন না ঘটালে সমাজশাসন অপ-শাসনে পরিনত হবে।
এবারের পূজোর থিম,মানসিক ভাবে মানুষ কে নতুন মার্গ দখাবে বলেই আশাবাদী তিনি।পূজো কমিটির সম্পাদক দেবাশিস্ সাহা বলেন,”পূজোর বাজেট প্রায় কুড়ি লক্ষ টাকা,আধুনিকতার ছোঁয়ায় সাথে সাবেয়িকনার মিল রাখা হয়েছে মণ্ডপের সাজসজ্জাকরণে।মন্ডপের ভেতরে বিভিন্ন লড়াকু নারীদের ছবি স্থান পাবে যেমন ঝাঁসীর রানী লক্ষী বাঈ,ভগিনী নিবেদিতা,কল্পনা চাওলা, মমতা ব্যনার্জী, মাতঙ্গিনী হাজরা। পাটকাঠি দিয়ে মণ্ডপের সাজের রূপগত বৈশিস্ট কে রূপমোহ করে তোলা হয়েছে।মা দূর্গা কে প্রতিবারের মতোই সুন্দর ভাবে সজ্জিত করা হয়েছে।যেহেতু ক্লাব এর নামের মধ্যেই ‘ জয় ‘ শব্দ টি আছে তাই নারী শক্তির জয় কে তুলে ধরা হয়েছে এবারের পূজোর থিমে।”তিনি আরো জানান,গতকাল মন্ডপের শুভ উদবোধন করেছেন বীরভূম জেলাপরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী ও অনান্য অতিথিবৃন্দ।

আরও পড়ুনঃ মন্দিরের আদলে নয় পুজোর থিম এখানে গ্রীনসিটি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here