আরও তীব্র কৃষক আন্দোলন, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানস্থল বদলে ফেললেন খট্টর

0
89

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

যতদিন যাচ্ছে আরও জোড়ালো হচ্ছে কৃষক আন্দোলন। আগামিকাল দিল্লির রাজপথে নামবে কয়েক হাজার ট্রাক্টর। ইতিমধ্যেই এই ট্রাক্টর ব়্যালির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। গত দু’দিন ধরেই পাঞ্জাব-হরিয়ানা থেকে রাজধানীর দিকে চলেছে হাজার হাজার ট্রাক্টর। আর এতেই প্রমাদ গুনছেন হরিয়ানার বিজেপি মুখ্যমন্ত্রী।

Manohar Lal Khattar | newsfront.co
মনোহর লাল খট্টর

কার্যত কৃষক আন্দোনের ভয়েই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান স্থল বদলে ফেললেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। পানিপথের বদলে এবার পঞ্চকুলায় জাতীয় পতাকা উত্তোলন করবেন খট্টর।

মঙ্গলবার, প্রজাতন্ত্র দিবসের সরকারি অনুষ্ঠানগুলির নিরাপত্তা খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী খট্টার, উপমুখ্যমন্ত্রী দুষ্যন্ত চৌতালা, ডিজিপি মনোজ যাদব, গোয়েন্দা প্রধান অলোক মিত্তল ও অন্যান্য সরকারি আধিকারিকরা বৈঠক করেন। তারপরই এই রদবদল করা হয়। জানিয়ে দেওয়া হয় রাজ্যের কোন মন্ত্রী কোন জায়গায় প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলন করবেন।

আরও পড়ুনঃ আইন প্রত্যাহার আন্দোলনের সমর্থনে আজাদ ময়দানের দিকে হাজার হাজার কৃষক

মুখ্যমন্ত্রীর প্রজাতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠান স্থল বদলই শুধু নয়, কৃষক আন্দলনে ভীত হরিয়ানায় বিজেপি জোট সরকারের সব মন্ত্রীরাও। তাঁদের প্রজাতন্ত্র দিবস উদযাপনের জায়গারও পরিবর্তন হচ্ছে। সোনিপথ, হিসার, পতেয়াবাদ, রোহতক, কইথাল, জিন্দ. চড়কি দাদরি ও সিরসায় গিয়ে এবার আর তেরঙা উত্তোলন করবেন না মন্ত্রীরা। তবে, সরকারিভাবে এই বদলের কোনও কারণ জানানো হয়নি।

আরও পড়ুনঃ বাংলার নির্বাচনে হস্তক্ষেপের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

হরিয়ানার মুখ্যসচিব বিজয় বর্ধনের দফতর থেকে পরিমার্জিত তালিকায় বলা হয়েছে, ‘প্রজাতন্ত্র দিবসের উদযাপন স্থলে যাওয়ার ক্ষেত্রে অতিথি-অভ্যাগতরা যেতে না পারলে সংশ্লিষ্ট জেলার ডেপুটি কমিশনাররা তেরঙা উত্তোলন করবেন।’

এর আগে প্রজাতন্ত্র দিবসে হরিয়ানার রাজ্যপাল এস এন আর্যের পতাকা উত্তোলনের জায়গারও বদল করা হয়েছে। পাঞ্চকুলার বদলে এবার রাজ্যপাল আর্য রাজভবনেই জাতীয় পতাকা উত্তোলন করবেন। কারণ হিসাবে বলা হয়েছে করোনা স্বাস্থ্যবিধির কথা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here