সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ
লকডাউনের জেরে সমস্যায় পড়া অসহায়দের পাশে দাঁড়াচ্ছে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ক্লাব এবং সংগঠন। পূর্ব বর্ধমান মানকরে টেগোর ফাউন্ডেশনের আর্থিক আনুকূল্যে মানকর ইন্সটিটিউট অফ এডুকেশন এণ্ড রিসার্চ-এর সার্বিক সহযোগিতায় দুঃস্থদের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করা হল।
এদিন সংস্থার প্রধান কর্ণধার ডক্টর যোগজীবন গোস্বামী বলেন, ‘মানকর এবং সংলগ্ন অঞ্চলের ২০০ পরিবারের হাতে মুসুরি ডাল, সোয়াবিন এবং ডেটল সাবান তুলে দেওয়া হয়’। আউসগ্রামের দ্বারিয়াপুরের একটি ক্লাব ও দিগনগর ২ অঞ্চল তৃণমূলের উদ্যোগে এলাকার শতাধিক দুঃস্থ মানুষকে এদিন দুপুরে রান্না করা খাবার দেওয়া হয়
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ালো স্টেট ব্যাংক অফ্ ইণ্ডিয়া
শুধু তাই নয়, কিছু মানুষ আবার ক্লাবে এসে খাবার নিয়ে যান। যাঁরা ক্লাবে আসতে পারছেন না বা বয়স্ক, সেই সব মানুষদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হয়েছে বলে ক্লাব কর্তৃপক্ষ জানান।এছাড়াও বাড়িতে আটকে থাকা দরিদ্র পরিবারগুলিকে খাবার বিলি করেছে আউসগ্রামের ভেদিয়া বাগবাটির একটি ক্লাব।
এছাড়াও এই ক্লাবের তরফ থেকে এদিন আড়াইশো পরিবারকে চাল-ডাল শুকনো খাবার এবং সাবান দেওয়া হয়েছে।বিপদের দিনে এই ত্রাণ পেয়ে খুশি দুঃস্থ বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584