নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণাঃ
বহুদিন সংস্কার না হওয়ায় মজে গিয়েছিল নোয়াই খাল। সেই খাল সংস্কার করতে গিয়ে নিউ ব্যারাকপুরে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউ ব্যারাকপুর পুরসভার ১ নম্বর ও ১৫ নম্বর ওয়ার্ডের ৬-৭ টি বাড়িতে এই খাল সংস্কার কাজ শুরু হওয়ার পর থেকে ফাটল দেখা দিয়েছে। দুটি বাড়ির বাসিন্দারা আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র থাকছেন। ১৫ নম্বর ওয়ার্ডের ৬-৭ টি বাড়িতে বেশ বড় ধরনের ফাটল দেখা দিয়েছে।
আরও পড়ুনঃ নিম্ন মানের সামগ্রী দিয়ে বিমানবন্দর নির্মাণে প্রশাসনের দিকে আঙুল এলাকাবাসীর
যতীন মন্ডল নামের এক ব্যক্তির বাড়ি ভয়ঙ্করভাবে হেলে পড়েছে। এই পরিস্থিতিতে তাঁর পরিবারের সকল সদস্যরা অন্যত্র বাড়িভাড়া করে থাকছেন।
অভিজিৎ সরকার নামের আর এক ক্ষতিগ্রস্ত এলাকাবাসীকে আতঙ্কের মধ্যে ওই বাড়িতেই দিন কাটাতে হচ্ছে। তবে আপাতত রাতে তিনি একজন প্রতিবেশীর বাড়িতে থাকার সুযোগ পেয়েছেন। এই ব্যাপারে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পূর্ণিমা রায় জানান, তাঁরা সেচ দফতরের কাছে গোটা বিষয়টি জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584