সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
বহরমপুরে তৃণমূল কার্যালয়ে যোগদান করলেন বিজেপি সাধারণ সম্পাদক তপন চন্দ্র। জেলা সভানেত্রীর হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নিলেন তিনি।
তিনি জানান, দীর্ঘদিন ধরে বিজেপি দল করে এসেছি কিন্তু কোনোরকম সম্মান দেওয়া হয়নি, প্রধানমন্ত্রী মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। সবদিক দিয়ে দেখতে গেলে বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে মা-বোনদের অ্যাকাউন্টে ৫০০ টাকা করে দিচ্ছেন এছাড়াও বিভিন্ন প্রকল্প মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন তাতে জনগণের ভালো হচ্ছে।
তাই আরো ভালোভাবে যেন তিনি মানুষের পাশে থেকে কাজ করতে পারেন এবং উন্নয়নের শামিল হতে পারেন সেই কারণেই তার আজ তৃণমূল কংগ্রেসে যোগদান বলে জানা যাচ্ছে। এছাড়াও তৃণমূল কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন বিজেপির একাধিক নেতৃত্ব।
আরও পড়ুনঃ ঘরের টাকা আত্মসাৎ করার অভিযোগ জুরানপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584