লালগোলা বিধানসভায় বিরোধী দলের কয়েকশো কর্মীর তৃণমূলে যোগদান

0
66

শরীয়তুল্লাহ সোহন, মুর্শিদাবাদঃ

লালগোলা বিধানসভার অন্তর্গত যশইতলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ ১ অক্টোবর শুক্রবার একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়। উক্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালগোলা বিধানসভার সম্মানিত বিধায়ক মহম্মদ আলি। এছাড়াও উপস্থিত ছিলেন লালগোলা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ফারুক আবদুল্লাহ এবং অন্যান্য ব্লক নেতৃত্ব বৃন্দ।

TMC joining sava
কর্মীদের মাঝে বিধায়ক মহম্মদ আলি। নিজস্ব চিত্র

এদিনের সংবর্ধনা সভায় কংগ্রেস, বিজেপি ও সিপিআই সহ বিভিন্ন বিরোধী দল থেকে যশইতলা অঞ্চলের কয়েকশো কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তারা প্রত্যেকেই মাননীয় বিধায়ক এর হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেওয়ার মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান পর্ব সম্পন্ন করেন।

মহম্মদ আলির হাত থেকে দলীয় পতাকা তুলে নিচ্ছেন কয়েকশো কর্মী। নিজস্ব চিত্র

যোগদানকৃত কর্মীদের দাবি, “তারা রাজ্যের মাননীয়া মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর জনকল্যাণমূলক কর্মকান্ডে অত্যন্ত খুশি হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং ভবিষ্যতে তারা মাননীয়া মূখ্যমন্ত্রীর যাবতীয় নির্দেশ অনুযায়ী যাবতীয় কার্যক্রমে নিজেদেরকে জড়িয়ে রাখবেন। ”

আরও পড়ুনঃ কান্দি-সালার রাজ্য সড়কে বন্ধ হল বাস চলাচল, ভয়ংকর রূপ ধারণ করেছে অজয় নদীও

অন্যদিকে লালগোলা বিধানসভার বিধায়ক মহম্মদ আলি বলেন, “এই যোগদান মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান এবং আমাদের মাননীয়া মূখ্যমন্ত্রী এর নির্দেশিত জনহিতকর কাজের ফসল।” এছাড়াও যোগদান কৃত সমস্ত কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here