লকডাউনে স্তব্ধ শিল্প শহর, সমুদ্র সৈকতে আটকে বহু পর্যটক

0
68

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

বুধবার লকডাউনের দ্বিতীয় দিনে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া এলাকায় যথেষ্ট প্রভাব পড়েছে। এর জেরে কার্যত হলদিয়া বন্দর পুরোপুরি স্তব্ধ। তার সাথে জনমানব শূন্য গোটা বন্দর।

Haldia | newsfront.co
স্তব্ধ শিল্প শহর। নিজস্ব চিত্র

যে সব কর্মীরা এই বন্দরে কর্মরত ছিলেন ইতিমধ্যেই তারা গৃহবন্দী হয়ে গেছেন। আর যেসব কর্মচারীরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা অনেক আগেই বাড়ি চলে গেছেন।

আরও পড়ুনঃ লকডাউনের জেরে ভুটান সীমান্তে দাঁড়িয়ে কয়েক হাজার ট্রাক

police force | newsfront.co
রাস্তায় টহল পুলিশের। নিজস্ব চিত্র

মূলত মহামারী নোভেল করোনা ভাইরাসের আতংক থেকে দেশসহ রাজ্যের মানুষকে এর হাত থেকে বাঁচতে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা রামনগর এলাকাসহ একাধিক পর্যটন স্থান কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ করোনা সংক্রমণে সাংসদের আর্থিক অনুদান রাজ্যকে

যেসব পর্যটকরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের নির্দেশ অনুসারে সেইসব পর্যটকরা নিজের বাড়িতে পৌঁছে গেছেন। অন্যদিকে যারা এখনও পর্যন্ত যেতে পারেননি, তারা এখন হোটেলবন্দি হয়ে গিয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here