ইমাম সাফি,রঘুনাথগঞ্জ,মুর্শিদাবাদ:-
স্বাস্থ্যই সম্পদ ।একজন স্বাস্থ্যবান নাগরিক দেশকে শক্তিশালী বানাতে পারে ।পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে দেশব্যাপী “স্বাস্থ্যবান নাগরিক শক্তিশালী দেশ ” এই শিরোনামে প্রচারাভিযান চালাচ্ছে । তারই অংশ হিসাবে আজ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার উদ্যোগে মুর্শিদাবাদের বড়জুমলা থেকে মহম্মদপুর পর্যন্ত ১১ কিলোমিটার পথ জুড়ে একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয় ।এই প্রতিযোগিতায় ১৩০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে । যথা সময়ের মধ্যে ১০০ জন প্রতিযোগী দৌড় সম্পূর্ণ করে ।প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হয় ।মোহন রবি দাস ,অর্জুন রবি দাস ও অনিমেষ চন্দ্র ঘোষ যথাক্রমে প্রথম ,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন ।
তাঁদের রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ডে পুরস্কার তুলে দেওয়া হয় এবং দৌড় সম্পূর্ণকারী সকলকেই স্মারক তুলে দেওয়া হয় ।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর মিনারুল সেখ ।
স্বাস্থ্য সচেতন বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর মিনারুল ইসলাম বলেন -“স্বাস্থ্যকে সুস্থ্য রাখতে হলে খাবারের সাথে আমাদের শরীর চর্চা করলে আমরা সতেজ থাকতে পারবো , আমাদের পরিবেশ যে ভাবে দূষিত হচ্ছে তাই দূষণমুক্ত পরিবেশ গড়তে সকলকে এগিয়ে আসতে হবে।”।এছাড়া আজকের এই সচেতনতা মূলক অনুষ্ঠানে উপস্তিত ছিলেন হবিবুর রহমান ,আনসারুল হক ,শফিকুল ইসলাম ,এজারুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ ।আজকের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় সাধারণ মানুষের উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584