ফেসবুকের তথ্য নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন খোদ জুকারবার্গ !

0
70

প্রযুক্তি ডেস্কঃ

শুধু বাণিজ্যিক ফায়দা নয় জুকারবার্গ চিন্তিত তথ্য নিরাপত্তা নিয়ে !ফেসবুকে তথ্য লোপাটের ঝুঁকি রয়েছে এটি যেমন একটা আশঙ্খা, তেমনি এই আশঙ্কা বেশ কয়েকবার ভয়ংকর সত্য হয়েছে পৃথিবী জুড়ে ।

যেমন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের সময় তথ্য নিরাপত্তার গলদের প্রশ্নে ফেসবুক বন্ধের জোর দাবি উঠেছিল পৃথিবী জুড়ে ।

এরই মধ্যে ফেসবুকের নতুন পরিকল্পনার কথা সামনে এসেছে । জানা গেছে ফেসবুক প্রপার্টির ফেসবুক ,মেসেঞ্জার ,হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম- এই চারটি অ্যাপকে সমন্বয় করতে চায় ফেসবুক । গ্রাহকের সুবিধার্থে যেখানে থাকবে একটি থেকে অপর যে কোন একটিতে মেসেজিংয়ের  সুযোগ ।

ফেসবুকে যে তথ্য নিরাপত্তা ঝুঁকি রয়েছে, এ কথা একাধিকবার স্বীকার করেছেন জুকারবার্গ নিজেই। কিন্তু হোয়াটসঅ্যাপ এদিক থেকে বেশ নিরাপদ, কারণ এর ডিফল্ট এন্ড টু এন্ড এনক্রিপশন সিকিউরিটি আছে ।

তাই ফেসবুকের অ্যাপগুলোর সমন্বয় সাধনের ক্ষেত্রে জুকেরবার্গের মতামত ” পরিকল্পনা গুলিকে নিশ্চিত করার আগে আমাদের আরো অনেক কিছু করার দরকার আছে।যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদী প্রকল্প হতে চলেছে তাই আমি মনে করি যে এটি আমরা ২০২০ সাল বা তারও পরে শেষ করতে পারবো । ”
তিনি আরও বলেন ” আমি উদ্বিগ্ন প্রথমত আমাদের প্রোডাক্ট গুলোকে এন্ড টু এন্ড এনক্রিপশন সিকিউরিটির আওতায় আনার জন্য । মানুষ যে বাস্তবে এই সিকিউরিটি খুব পছন্দ করে তা হোয়াটসঅ্যাপে দেখেছি ।”

ফেসবুকের বিভিন্ন অ্যাপের একীকরণ নিয়ে আইরিশ ডেটা প্রটেকশন কমিশন ফেসবুককে নিরাপত্তা নিয়ে সচেতন থাকার সতর্কতা জানিয়েছে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here