রিচা দত্ত,মুর্শিদাবাদঃ
রাজ্য জুড়ে বিভিন্ন জেলাকে নিয়ে সম্প্রতি অনুষ্ঠিত হলো সাব জুনিয়ার নেট বল প্রতিযোগিতা।এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উত্তর ২৪ পরগনা জেলাতে।এই প্রতিযোগিতায় অন্যান্য জেলা গুলির মতো মুর্শিদাবাদ জেলার মহিলা টিম অংশগ্রহণ করে।
মুর্শিদাবাদ জেলার এই টীমে অংশগ্রহণ করে হাতিনগর উচ্চ বিদ্যালয় ও মনীন্দ্র নগর বিদ্যাপীঠ এর ছাত্রীরা।মুর্শিদাবাদ জেলা এই প্রতিযোগিতায় রানার্স আপ হয়।
আরও পড়ুনঃ রানার্স ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকলো কোলা ইউনিয়ন হাইস্কুল
তারা প্রতিযোগিতায় নদীয়া জেলার কাছে ফাইনালে ১৩-১২ গোলে পরাজিত হয়।হাতিনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও মনীন্দ্র নগর বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা উক্ত ছাত্রীদের পাশে থেকে এবং তাদেরকে ভবিষ্যতে খেলা চালিয়ে যাওয়ার জন্য সব রকম সাহায্য করার কথা জানান।গোটা প্রতিযোগিতায় জেলার মেয়েদের খেলা বিশেষ নজর করেছে।
পরিশেষে এই জেলার অ্যামেচার নেটবল অ্যাসোসিয়েশন এর সম্পাদক অভিজিৎ দেব সমস্ত জেলাবাসীকে এই খেলাই অংশগ্রহণের জন্য আহ্বান জানান। এবার মুর্শিদাবাদ জেলা নেটবল টীমের ক্যাপ্টেন অনামিকা চৌধুরী বলেন,’আমরা এবার রানার্স আপ হয়েছি ঠিক কিন্তু পরের বছর আমরা চাম্পিয়ান হবো।’ জেলার খেলার ভবিষ্যৎ উজ্জ্বল করতে এই সাফল্য যে উত্তরণের পথ তা বলাই বাহুল্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584