কুশমন্ডিতে মুখা মেলার আয়োজন

0
317

নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডির বিখ্যাত মুখোশ শিল্পকে দেশীয় ও আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হল মুখা মেলা।প্রদর্শনী ও বিক্রয় মেলাকে কেন্দ্র করে পালা,ক্ষণ,ভাওয়াইয়া গান সহ মুখোশ নৃত্যর মত ঐতিহ্যবাহী অনুষ্ঠানের আয়োজন করা হয়।  দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে শুক্রবার থেকে  শুরু হওয়া মুখা মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত।

নিজস্ব চিত্র

কুশমন্ডির মহিষবাথান হস্তশিল্প সমবায় সমিতি,পশ্চিমবঙ্গ সরকারের খাদি ও গ্রামিন শিল্প পর্যদ ও বাংলা নাটক ডট কমের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলায় অংশ নিয়েছেন পাঁচ শতাধিক শিল্পী।জেলার কুশমন্ডি এলাকার মহিষবাথানে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস।উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা।মেলায় ৩০ টির বেশী স্টলে ৩০০০ উপর মুখোশ রয়েছে প্রদর্শন ও বিক্রয়ের জন্য।এছাড়া বাঁশের কারুকার্য করা মুখোশ ও সৌখিন সামগ্রীর  রাখা হয়েছে।পঞ্চম বর্ষে পরলো এই মুখা মেলা।   মুখোশ প্রদর্শনী বিক্রয় এর পাশাপাশি মেলার চলবে বাউল,ছৌনাচ,ভাওয়াইয়া,খন ও মুখা নৃত্য প্রভৃতি।মহিষবাথান হস্তশিল্প সমবায় সমিতির সম্পাদক পরেশ চন্দ্র সরকার বলেন,মুখোশ শিল্প এখন দেশের অনান্য প্রান্তের পাশাপাশি আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছে। মহিষবাথানের মুখোশ শিল্পের প্রসার ঘটানোর লক্ষ্যে তাঁরা এই ধরনের মেলার সূচনা করছেন।

নিজস্ব চিত্র

রাজ্য সরকার এনিয়ে সহযোগীতা করছে সম্পূর্ন ভাবে।দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির এই শিল্পের উন্নতির জন্য সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হয়েছে অনেকগুলি।একসময় বিক্রয় বাজারের অভাবে শিল্পীরা মুখ ফিরিয়ে নিচ্ছিলো। মাত্র ২৭ জন শিল্পী ধরে রেখেছিলো শিল্পটি। এখন ফের এই শিল্পে উৎসাহ দেখা দিয়েছে নূতন প্রজন্মর।শিল্পীর সংখ্যা ৫ শতাধিক ছাড়িয়েছে।

আরও পড়ুনঃ জাতীয় স্তরে খো খো প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১৭তে মনিকা ও সুনু

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here