পাঁচ বছরের কমবয়সী শিশুদের জন্য মাস্ক বাধ্যতামূলক নয়, নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের

0
66

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

সংক্রমণ রুখতে একমাত্র উপায় মাস্ক, এমনকি করোনার দ্বিতীয় ঢেউ থেকে বাঁচতে ডাবল মাস্কও পরতে বলেছেন চিকিৎসকেরা। কিন্তু এবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হল, মাস্কের প্রয়োজন নেই পাঁচ বছরের কম বয়সীদের ক্ষেত্রে। এই বিষয়ে জারি হয়েছে নতুন গাইডলাইনও।

Mask Must | newsfront.co
প্রতীকী চিত্র

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিস(DGHS)- এর তরফে জারি নির্দেশিকায় বলা হয়েছে, পাঁচ বছরের কম বয়সীদের ক্ষেত্রে মাস্ক প্রয়োজন নেই, তবে পাঁচ বছরের ঊর্ধ্বে অর্থাৎ ৬ থেকে ১১ বছর বয়সীরা মাস্ক পরতে পারে তবে তা অবশ্যই বাবা-মা অথবা চিকিৎসকদের তত্ত্বাবধানে। ১২ বছর ও তার বেশি বয়সী শিশুদের প্রাপ্তবয়স্কদের মতই মাস্ক পরা উচিত। তবে মাস্ক পরার আগে বা মাস্কে হাত দেওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে অথবা স্যানিটাইজার ব্যবহার করতে হবে। আরও বলা হয়েছে, শিশুদের ক্ষেত্রে রেমডেসিভির ব্যবহার করা যাবে না এখনই। কারণ ১৮ বছরের কমবয়সীদের ওপর এই ইনজেকশন কি প্রভাব ফেলবে তার কোনো পরীক্ষা হয়নি। তবে মৃদু উপসর্গের ক্ষেত্রে স্টেরয়েডের ব্যবহার না করাই ভালো। শুধু আশঙ্কাজনক অবস্থায় সঠিক পরিমাণে স্টেরয়েডজাতীয় ওষুধ দেওয়া যেতে পারে। করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ থেকে শিশুদের রক্ষা করতেই জারি হয়েছে এই গাইডলাইন।

আরও পড়ুনঃ মহানগরের মুকুটে নয়া পালক, টিকাকরণে মেট্রো শহরগুলির মধ্যে শীর্ষস্থানে কলকাতা

প্রসঙ্গত, দেশে দৈনিক সংক্রমণ কমলেও একলাফে অনেকটাই বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৫২ জন, মৃত্যু হয়েছে ৬ হাজার ১৪৮ জনের। করোনায় হঠাৎ এই মৃত্যু হার বৃদ্ধিতে চিন্তিত বিশেষজ্ঞমহল। যদিও বিহারে করোনায় মৃত্যুর পর্যালোচনায় দেখা গেছে সেই রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৭১ জনের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here