গরিবের টাকা নেব এমন শিক্ষা পাইনি বলছেন আসরাফ

0
99

সুদীপ পাল, বর্ধমানঃ

বর্ধমান ষ্টেশনের ১নং প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন পেশায় রংমিস্ত্রী সেখ আসরাফ। আউসগ্রামের কয়রাপুরের বাসিন্দা তিনি। প্রতিদিন কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন কিন্তু গত সোমবার তাঁর নজরে যায় বসে থাকার সিটে পড়ে রয়েছে একটি পলিথিনের ব্যাগ। খুলতেই দেখেন সোনার দুল থেকে নগদ টাকা সবই রয়েছে। ব্যাগ খুঁজে মেলে একটা ফোন নম্বর। জানতে পারেন ব্যাগটি বর্ধমান ষ্টেশনের এক ভিখারিনীর।

ফোনেই তিনি ব্যাগটি ফিরিয়ে দেবার কথা জানান। আসরফ বলেন, ব্যাগে ফোন নম্বর ছিল কিন্তু কেউ তুলছিল না। অবশেষে শনিবার ফোন ধরেন এক বৃদ্ধা। ব্যাগ ফেরত দেওয়ার কথা তাঁকে জানানো হয়। বৃদ্ধার নাম  সন্ধ্যারাণী দেবী। বাড়িতে ছেলেমেয়েরা দেখে না তাই ঠাঁই হয়েছে বর্ধমান স্টেশনের ১ নং প্ল্যাটফর্ম। বলেন, সারাদিন ভিক্ষা করি যা পাই তা দিয়েই কোনরকমে জীবন কাটে। বাকিটা জমাই। এদিন বৃদ্ধা সন্ধ্যারাণীদেবী আসরাফকে মাংসভাত খাওয়াতে চেয়েছিলেন যদিও তাতে সম্মতি দেননি আসরাফ। তাঁর কথা, গরিবের টাকা নেব, এমন শিক্ষা পাইনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here