চাকরির নামে ৭ লক্ষ ৫০ হাজার টাকার প্রতারণার শিকার, মানসিক চাপে আত্মহত্যা লালগোলার তরুণের

0
102

রঙ্গীলা খাতুন, লালগোলা: 

চাকরীর নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার শিকার হয়ে আত্মহত্যা শিক্ষিত যুবকের। বিচারের দাবিতে পথে নামলেন বামপন্থী যুব সংগঠন ডি ওয়াই এফ আই। মুর্শিদাবাদের লালগোলার আব্দুর রহমান নামে শিক্ষিত যুবক চাকরি না পাওয়ার যন্ত্রনা ও প্রতারণার কথা সুইসাইড নোটে লিখে আত্মহত্যা করেন গত ২৭ তারিখ, এরপর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উল্লেখ্য, মৃত আব্দুল রহমানের ঘর থেকে পাঁচ পাতার সুইসাইড নোট উদ্ধার হয়েছে সেখানে লেখা আছে চাকরি দেওয়ার নাম করে একাধিক বার তার কাছ থেকে টাকা নিয়েছে শাসকদল তৃণমূল নেতা নামে পরিচিত দিবাকর। মুর্শিদাবাদে একাধিক যায়গায় চাকরি দেওয়ার নামে সে টাকা তুলত। কিন্তু সেই দিবাকরকে লক্ষ লক্ষ টাকা দেওয়ার পরেও চাকরি না পেয়ে শেষ পর্যন্ত আত্মহত্যা করে আব্দুল। সুইসাইড নোটে আব্দুল রহমান লিখেছেন, তাকে চাপ দিয়ে কয়েক ধাপে প্রায় ৭৫০০০০ (সাত লক্ষ পঞ্চাশ হাজার) টাকা নিয়েছে দিবাকর।

নিজস্ব চিত্র

জানাগেছে প্রতারকের ভালো নাম দিবাকর কোনাই। বাড়ি মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত পলশি গ্রামে। ২০১২ সাল থেকে প্রথমে চিটফান্ডের ব্যবসা শুরু করে পরবর্তীতে তৃণমূলে যোগদান করে কলকাতায় বিকাশ ভবনের পাশে এক‌টি ফ্লাটে থাকত প্রতারক দিবাকর। এরপর নেটওয়ার্ক ব্যবসার মতো মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে টাকা তুলত। বিশেষ করে কান্দি, সাগরদিঘি, বহরমপুর,লালগোলা, ভগবানগোলা প্রভৃতি এলাকায়। কারো কাছে প্রাইমারি, কারো কাছে এস এস সি, কাউকে বা পুলিশের চাকরি দেব বলে কোটি কোটি টাকার প্রতারণা করেছে দিবাকর।
এ বিষয় নিয়ে মৃত্যুর আব্দুল রহমানের পরিবারের তরফ থেকে লিখিত ভাবে থানায় অভিযোগ জানানোর পর থেকেই শাসক দল তৃণমূলের পক্ষ থেকে একাধিক চাপ আসতে শুরু করেছে যাতে অভিযোগ প্রত্যাহার করে নেয়। তাই পরিবারের ন্যায় বিচারক দাবিতে পথ নামলেন বামপন্থী যুব সংগঠন DYFI , নিরপেক্ষ তদন্তকারী সংস্থা দ্বারা এই ঘটনার তদন্ত চেয়ে মিছিল করে পরিবারের পাশে থাকার বার্তা দেন DYFI জেলা ও রাজ্য নেতৃত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here