নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
![madarihat police station | newsfront.co](https://newsfront.co/wp-content/uploads/2019/07/madarihat-police-station-0A-newsfront.co_.jpg)
ফের ছেলেধরা সন্দেহ গণপিটুনি ঘটনা ঘটল মাদারিহাটে। বুধবার বিকেলে ৬ জন ব্যাক্তি মারুতি ভ্যান করে রান্নার সারঞ্জাম বিক্রি করছিল মাদারিহাট শালামণ্ডল চৌপথি এলাকায় সেই সময় আচমকা কিছু গ্ৰামবাসী এসে এদের উপর চড়াও হয়ে ছেলেধরা সন্দেহে মারধোর করলে তাদের মধ্যে তিন জন গুরুতর আহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাদারিহাট থানার পুলিশ।
![madarihat hospital | newsfront.co](https://newsfront.co/wp-content/uploads/2019/07/madarihat-hospital-0A-newsfront.co_.jpg)
পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে এসে আহতদের মাদারিহাট হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যায়।
জানা গেছে, এদের বাড়ি মেদিনীপুরে ও এক জনের বাড়ি ধূপগুড়িতে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মাদারিহাট থানার ওসি অনির্বাণ মজুমদার জানান, “এদের চিকিৎসার পর বিষয়টি নিয়ে জিজ্ঞাসা বাদ চলছে। ছেলেধরা সন্দেহে বিভিন্ন জায়গায় গুজব ছড়াচ্ছে,এ নিয়ে সচেনতা শিবির করা হবে।”
উল্লেখ্য,এর আগেও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় ছেলে ধরা সন্দেহে গনপিটুনির ঘটনা ঘটেছে। আক্রান্ত ব্যাক্তিকে উদ্ধার করতে গেলে আক্রান্ত হয়েছে পুলিশও।পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে।
আরও পড়ুনঃ ধাত্রীগ্রামে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী অজ্ঞাত পরিচয় মহিলা
পালটা পুলিশকে অনেক ক্ষেত্রেই লাঠি চার্জ ও কাদানে গ্যাসের শেল ফাটাতে হয়েছে। এর বিরুদ্ধে সচেতনতা শিবির ও মাইকে প্রচারের মাধ্যমে সচেতনতা তৈরির চেষ্টা করছে পুলিশ। কিন্তু ছেলে ধরা সন্দেহে গনপিটুনির ঘটনা বন্ধ হচ্ছে না আলিপুরদুয়ারে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584