গনতান্ত্রিক ধর্মনিরপেক্ষ অধিকার রক্ষার্থে গণ কনভেনশন

0
66

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Mass Convention for protest Democratic Secular rights
নিজস্ব চিত্র

সংবিধানিক অধিকার, ধর্মনিরপেক্ষতার অধিকার,রাষ্ট্রশক্তির ক্ষমতার অপপ্রয়োগের বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুর জেলায় গড়ে উঠল এক নতুন সংগঠন ‘আওয়াজ’।মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে এক গণ কনভেনশনের মধ্যে দিয়ে এই সংগঠন গড়ে ওঠে।আজ অনুষ্ঠিত এই কনভেনশনে মূল প্রস্তাব পাঠ করেন আফসারুল হোসেন।মূল প্রস্তাবের উপর আলোচনা করেন শিক্ষাবিদ সন্তোষ ঘড়াই,লেখিকা রোশেনারা খান,সঙ্গীত শিল্পী হায়দার আলি।

Mass Convention for protest Democratic Secular rights
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ কৃষক সভার গণ কনভেনশন পূর্বস্থলীতে

প্রসঙ্গত উল্লেখ্য যে,গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ মঞ্চ হিসাবে রাজ্যস্তরে ‘আওয়াজ’ সংগঠন গঠিত হয়েছে।একই সাথে জেলায় জেলায় সেই সংগঠন গড়ে তোলার পক্রিয়াতেই আজকের এই কনভেনশন।আজকের এই কনভেনশনে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক অধ্যাপক সাইদুল হক এবং ইরশাদ গওহর।কনভেনশন থেকে মোয়াজ্জেম হোসেনকে সভাপতি এবং আফসারুল হোসেনকে সম্পাদক করে চুয়াল্লিশ জনের জেলা কমিটি গঠিত হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here