নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
জনবহুল এলাকায় মদের দোকান ঘিরে বিক্ষোভে উত্তাল হলো বাঁকুড়া সদর থানার সোনাধুয়া গ্রাম। অভিভাবকদের সঙ্গে নিয়ে জুনবেদিয়া, মানকানালী গ্রাম পঞ্চায়েত এলাকার অসংখ্য ছাত্র ছাত্রী ঐ মদের দোকান বন্ধের দাবীতে জুনবেদিয়া-গঙ্গাজলঘাটি রাস্তা অবরোধ করেন। এই অবরোধের ফলে আটকে পড়ে বহু যাত্রী ও পণ্যবাহী যানবাহন।
অবরোধকারিদের দাবী, ঐ মদের দোকান খোলার ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন থাকলেও স্থানীয় গ্রাম পঞ্চায়েত এক্ষেত্রে কোন অনুমোদন দেয়নি। সোনাধুয়া গ্রামের মূল রাস্তার উপর এই মদ দোকানকে কেন্দ্র করে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ছে।ঐ রাস্তা দিয়ে যাতায়াতকারি ছাত্রীদের প্রায়শই কটুক্তি শুনতে হয়। এই অবস্থায় এই মদের দোকান বন্ধের দাবি তারা জানান।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার পুলিশ।পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন অবরোধকারী ছাত্র ছাত্রী ও অভিভাবকরা।
আরও পড়ুনঃ তোলাবাজির অভিযোগে সরিষায় ধৃত পঞ্চায়েত সদস্য
পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের পক্ষ থেকে ঐ বিতর্কিত মদ দোকানে তালা ঝুলিয়ে দেওয়া হয়।এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584