গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় হলেও দেখা মিলছে না পরিযায়ী পাখিদের

0
95

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

গঙ্গাসাগরের দিকে এখন অভিমুখ সব পুণ্যার্থীদের। মিঠে কড়া রোদে লম্বা লাইন পড়েছে। মাথায় বোঝা বা ব্যাগ নিয়ে হালকা রোদে দাঁড়িয়ে ভিনদেশী পুণ্যার্থীরা। লম্বা লাইন পড়েছে নম্বর আট থেকে শুরু করে কচুবেড়িয়াতেও। নামখানা লঞ্চগুলোতেও উপচে পড়া ভিড়।

massive crowd in gangasagar mela | newsfront.co
গঙ্গাস্নান। নিজস্ব চিত্র

ইতিমধ্যেই চলে এসেছেন নাগা সাধুরা। আখড়াতে বসেছেন আগুন জ্বালিয়ে। সবকিছুই ঠিকঠাক ভাবে শুরু হয়েছে সাগরমেলা। তবে তার মধ্যে মন খারাপের জায়গা আছে, কারণ আসেনি পরিযায়ী পাখিরা, যাদের শুভ্র পালক ডানা মেলে সাঁতার কেটে বেড়ায় মুড়িগঙ্গা নদীর  জলে।

police | newsfront.co
পুলিশি নজর। নিজস্ব চিত্র

দু-একটা অতিথি পাখির আগমন ঘটলেও, সাইবেরিয়ান পাখিদের দল এখনও অনুপস্থিত। সাইবেরিয়ান পাখিদের না দেখতে পাওয়ায় মন খারাপ গঙ্গাসাগর মেলায় আসা তীর্থযাত্রীদের। বহু সাধুকে ভেসেলে দেখা গেল আক্ষেপ করতে। অন্যদিকে পাখিদের জন্য খাবার কিনে হতাশ তীর্থযাত্রীরা।

আরও পড়ুনঃ কাঁথিতে বিবেকানন্দ মেলা-প্রদর্শনী

massive crowd in gangasagar mela | newsfront.co
উপকূলের ভিড়। নিজস্ব চিত্র

২০২০ সালের গঙ্গাসাগর মেলা উদ্বোধনের পর থেকেই ভিড় জমেছে তীর্থযাত্রীদের। তবে গঙ্গাসাগর মেলার এবার উল্লেখযোগ্য বিষয়– পরিচ্ছন্ন গঙ্গাসাগর। কাকদ্বীপ থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত প্রতিটা জায়গাতেই ‘ক্লিনিং’ এর ব্যবস্থা করা হয়েছে।

massive crowd in gangasagar mela | newsfront.co
সাধুসন্তদের ভিড়। নিজস্ব চিত্র

প্রায় দশ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য। প্রতিটি মুহূর্তে তারাই গঙ্গাসাগরকে রাখচ্ছেন পরিষ্কার-পরিচ্ছন্ন। আলোক মালা সাজানো হচ্ছে গঙ্গাসাগরের মেলার প্রতিটি এলাকায়। কাকদ্বীপের নদীর তীরে ও রঙিন পতাকা উত্তর হাওয়ায় পতপত করে উড়ছে।

আরও পড়ুনঃ বেলুড়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক বক্তব্য ঘিরে বিতর্ক, মোদির আগমনে অসন্তুষ্ট মিশনের ভক্তরা

massive crowd in gangasagar mela | newsfront.co
ডাব ব্যবসায়ীর পসার। নিজস্ব চিত্র
massive crowd in gangasagar mela | newsfront.co
পুণ্যার্থী। নিজস্ব চিত্র

মুড়িগঙ্গা নদীর ঘাট ধরে সাজানো হয়েছে কাকদ্বীপ। কচুবেড়িয়াতে আলোক মালায় সাজানো হয়েছে নদীর পাড়কে। বাফার জোনগুলিতে ভিড় বেড়েছে গাড়ির। স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা পুণ্যার্থীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন প্রতিটা মুহূর্তে। হিন্দি, বাংলা ভাষায় চলছে প্রচার।

আরও পড়ুনঃ জীবন্তিতে মাধ্যমিক পরীক্ষার্থীদের শেষ মূহূর্তের প্রস্তুতির জন্য সেমিনার

সাগর মেলায় প্রবেশ করা সমস্ত গাড়িতেই লাগানো হয়েছে বিশেষ যন্ত্র, যার সাহায্যে প্রতিটা মুহূর্তে মাপা সম্ভব হয়েছে গাড়ির গতিবেগ। শুধু তাই নয়, কোথায় কত ভিড় হচ্ছে তা ভালোভাবে দেখে নেওয়া যাচ্ছে বিশেষ অ্যাপের মাধ্যমে।কোন জেটিতে কত মানুষ ভিড় করেছেন, প্রতি মুহূর্তে কন্ট্রোলরুম থেকে নজরদারি চালানো হচ্ছে। পকেটগুলিতে মোতায়েন করা হয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশকর্মী। সব মিলিয়ে গঙ্গাসাগর এখন পরিপূর্ণ।

ইতিমধ্যে মেলায় উপস্থিত হয়েছেন রাজ্যের তিন মন্ত্রী। সুব্রত মুখার্জি, সুজিত বসু এবং গিয়াসউদ্দিন মোল্লা। অন্যদিকে কচুবেড়িয়াতে উপস্থিত আছেন আরও তিন মন্ত্রী।

আজ মেলায় এসে পৌঁছাবেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং অরূপ বিশ্বাস। মন্ত্রী সুব্রত মুখার্জি সাংবাদিক বৈঠক থেকে দাবি করেছেন এ বছর মেলায় ইতিমধ্যেই তেরো লক্ষ্য পুণ্যার্থী স্নান করে ফিরে গেছে। তবে ভিড় আরও বাড়বে বলে আশা প্রশাসনের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here