নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
দক্ষিণ ২৪ পরগণার মহেশতলায় ঘুমের মধ্যে আগুনে পুড়ে মৃত্যু হল দুই সন্তান সহ মায়ের। মৃতদের নাম সোমা মন্ডল, সাহেব মন্ডল ও রাহুল মন্ডল। স্থানীয় বাসিন্দারা শনিবার রাত ১১ টা নাগাদ ঐ বাড়িতে প্রথমে আগুন দেখতে পান এক প্রতিবেশিনী। তিনি তখনি আশে পাশের বাড়িতে খবর দেন।

শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটে মহেশতলার আক্রার কৃষ্ণনগর পূর্ব পাড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতার স্বামী ঐ সময় বাড়িতে ছিলেন না। প্রতিবেশীরাই দমকল ও পুলিশে খবর দেন। তবে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে বাড়ির বেশীরভাগ অংশই পুড়ে ছাই হয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ মাওবাদী নাশকতার আশঙ্কা, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে আগামী ১৫ দিন হাইঅ্যালার্ট জঙ্গলমহলে
আগুন নিয়ন্ত্রণে আসার পর একটি ঘরের ভিতর থেকে মা ও দুই ছেলের ঝলসানো দেহ উদ্ধার করে পুলিশ। দেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কি ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি উঠে আসছে বেশ কিছু প্রশ্ন। আগুন লাগার পরেও কেন টের পেলেন না মৃতা, বাঁচার জন্য কেন চিৎকার করলেন না সে নিয়ে ধন্ধে সকলেই। স্থানীয়রা কোনও চেঁচামেচির আওয়াজ পাননি বলে দাবি। মৃতার স্বামী ঘটনার সময় ঠিক কোথায় ছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। আগুন লেগেছিল না কি লাগিয়ে দেওয়া হয়েছিল, সব সম্ভাবনাই তদন্ত করে দেখছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584