নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিলো ভগবানগোলা। দিন কয়েক আগে হালিম শেখ ও সাইরা বিবি ইনারা ওই সংঘর্ষে আহত হয়েছিলেন। তাদের মধ্যে হালিম শেখ গতকাল মারা যাবার খবর পাওয়া মাত্র ইসলাম গোষ্ঠীর লোকজন নবিবুর রহমান গোষ্ঠীর বাড়িতে আক্রমণ করে, মারধর করে, এবং প্রায় ১৪ টা বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে খবর।
প্রসঙ্গত, সপ্তম রোজার দিন ভগবানগোলা থানার অন্তর্গত কানাপুকুর পশ্চিমপাড়া এলাকায় নকুল শেখ এবং ইসলাম শেখের মধ্যে রাস্তা নিয়ে ঝামেলা হয়।
ওই ঝামেলার সময় নকুল শেখের ভাইপোদের হাতে আহত হন ইসলাম শেখের ভাইপো হালিম শেখ, রফিক শেখ। অবস্থার অবনতি হওয়ায় হালিম শেখকে রেফার করা হয় কলকাতায়।
আরও পড়ুনঃ ৫ লক্ষ টাকার মাদক-সহ কালিয়াচকে গ্রেপ্তার ৩
রবিবার রাত্রে খবর পাওয়া যায় যে হালিম শেখ কলকাতায় মারা যায়। এই খবর পাওয়ার পর ইসলাম শেখের পরিবার হামলা চালায় নকুল শেখের পরিবারের উপর। আগুন লাগিয়ে দেওয়া হয় ১৪ টি বাড়িতে।
ঘটনায় আহত হন সুদানা বেওয়া ( ৬০ ) , আরজিনা বেওয়া ( ৩২ ) , রেহানা বেওয়া ( ৩০ )। ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিপুল পরিমাণ পুলিশ বাহিনী। ঘটনাস্থল পরিদর্শনে আসেন অ্যাডিশনাল পুলিশ সুপার তন্ময় সরকার , এসডিপিও বরুণ বৈদ্য , এছাড়াও রানিতলা, লালগোলা , ভগবানগোলা থানার ওসি। ঘটনাস্থলে দমকল বাহিনীর ৩ টে গাড়ি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর চেষ্টা চালান স্থানীয়রাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584