নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
জাতীয় সড়কে আচমকাই একটি মাল বোঝাই কন্টেনারে আগুন লেগে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, কলকাতা থেকে মাল বোঝাই করে ওড়িশা হয়ে হায়দ্রাবাদ যাচ্ছিল গাড়িটি। পথে দাঁতন থানার আঙ্গুয়াতে হঠাৎ তাতে আগুন লাগে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দাঁতন থানায় ও দমকল আধিকারিকদের। খবর পেয়েই ওড়িশার জলেশ্বর থেকে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একটি ইঞ্জিন।
আরও পড়ুনঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই দুষ্কৃতী
আসে দাঁতন থানার পুলিশ। দ্রুত গতিতে চলে উদ্ধার কাজ। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যদিও বেশীরভাগ মালপত্রই পুড়ে নষ্ট হয়ে যায়। দমকলের অনুমান, গাড়িতে শটসার্কিট থেকেই আগুন লেগেছে। এর জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। পরে দাঁতন থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584