মনিরুল হক,কোচবিহারঃ
মাদ্রাসার ছাত্রীদের জন্য আবসন নির্মাণের কাজ শুরু হল মাথাভাঙায়। সোমবার ওই নির্মাণ কাজের শিলান্যাস করেন বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন। এদিন মাথাভাঙ্গা এক নং ব্লকের মাথাভাঙা হাই মাদ্রাসার ছাত্রীদের জন্য ওই আবাসন তৈরির কাজ শুরু হয়।
বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন জানান, ১ কোটি ১১ লক্ষ টাকা ব্যায়ে এখানে ছাত্রী নিবাস তৈরী করা হবে। সামাজিক ভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য মুখ্যমন্ত্রী কাজ করে আসছেন। তাই সংখ্যালঘুদের জন্য সংখ্যলঘু উন্নয়ন তহবিলের টাকায় এই ছাত্রী আবাসন তৈরী করা হচ্ছে। ৬৯টি শয্যা বিশিষ্ট ওই ছাত্রী নিবাস তৈরির কাজ আগামী ছয় মাসের মধ্যে শেষ হবে।
আরও পড়ুনঃ রামতনুনগর হাই মাদ্রাসার সুবর্ণজয়ন্তী পূর্তি উদযাপন
এছাড়া এই ছাত্রী নিবাসে থাকা ছাত্রীরা ১২০০ টাকা করে স্টাইপেন পাবে সরকার থেকে। বনমন্ত্রী ছাড়াও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা বর্মন, প্রধান শিক্ষক বাতেন আলী, নারী ও শিশুকল্যাণ দফতরের কর্মাধ্যক্ষ কল্যাণী রায় সহ অন্যান্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584