কেন্দ্রের বিরুদ্ধে গরিব কল্যাণ যোজনায় বঞ্চনার অভিযোগ মৌসমের

0
47

সায়নিকা সরকার, মালদহঃ

গরিব কল্যাণ যোজনায় রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুলে সরব হলেন সাংসদ মৌসম বেনজির নূর। শনিবার নূর ম্যানশনে সাংবাদিক বৈঠক করে মৌসম অভিযোগ করেন, ‘লকডাউনে ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য কেন্দ্রীয় সরকারের গরিব কল্যাণ রোজগার অভিজ্ঞান নামে যে নতুন স্কিম তৈরি করেছে, সেখানে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হচ্ছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে পেট্রোল, ডিজেলের দাম কমলেও কেন্দ্রীয় সরকার অত্যধিক শুল্ক আদায়ের জন্য জ্বালানির দাম বাড়িয়েই চলেছে।’

Mausam Nur | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি এদিন বলেন, ‘কেন্দ্রীয় সরকার গরিব কল্যাণ রোজগার যোজনায় রাজ্যকে বঞ্চিত করছে। নিয়ম অনুযায়ী যেসব জেলায় ২৫ হাজারের বেশি পরিযায়ী শ্রমিক ফিরেছে, সেই জেলা এর আওতায় আসবে। দেশের ১১৬টি জেলার মধ্যে অন্য রাজ্যের নাম থাকলেও এই রাজ্য নেই। কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে, ১৩ লক্ষের বেশি শ্রমিক এই রাজ্যে ফিরে এসেছেন। এক্ষেত্রে রাজ্যের সঙ্গে বৈমাতৃসুলভ আচরন করছে কেন্দ্র।’

আরও পড়ুনঃ কৃষকদের স্বার্থে জাতীয় সড়কে ধান – ভুট্টা ছড়িয়ে বিক্ষোভ তৃণমূলের

এছাড়াও লকডাউনে সাধারণ মানুষের দুর্দশার কথা তুলে মৌসম বলেন, “আমরা দেখতে পাচ্ছি, গত কুড়িদিন ধরে পেট্রোল ডিজেলের দাম বেড়ে চলেছে। সাধারণ মানুষের প্রচন্ড অসুবিধা হচ্ছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here