নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধের দাবিতে বীরপাড়া থেকে বিভিন্ন রুটের ম্যাক্সিক্যাব গুলি বন্ধ রাখলেন মালিক ও চালকরা। এর ফলে এদিন বীরপাড়ায় যাত্রী পরিষেবা বিঘ্নিত হয়। বেশিরভাগ যাত্রী গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দেন মালবাহী গাড়িতে চেপে।
ম্যাক্সিক্যাবের মালিক ও চালকদের অভিযোগ, টোটোরিক্সাগুলো জাতীয় সড়কের উপর দিয়ে অবাধে চলার জন্য যাত্রী পাচ্ছে না ম্যাক্সিক্যাব গুলি। এর ফলে আয় কমে যাচ্ছে।
এই বিষয়ে অবশ্য টোটোরিক্সা চালকরা সাফ জানান, বেশিরভাগ টোটোরিক্সাই চলে ছোটো রাস্তা ও বিভিন্ন অলিগলি দিয়ে।এরজন্য ম্যাক্সিক্যাবের স্বার্থ বিঘ্নিত হওয়ার প্রশ্ন নেই।
আরও পড়ুনঃ স্বাস্থ্য কর্মীদের আন্দোলনে লাঠিচার্জের প্রতিবাদে স্মারকলিপি আলিপুরদুয়ারে
বীরপাড়া ম্যাক্সিক্যাব সংগঠনের কোষাধ্যক্ষ অশোক প্রসাদ বলেন, “জাতীয় সড়কে টোটো বন্ধ করার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি। তারপরেও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। তাই যতদিন প্রশাসন কোনও ব্যবস্থা না নিচ্ছে আমরা ম্যাক্সিক্যাব বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি ।”
বীরপাড়ার ট্রাফিক ওসি সুজান মোচারি বলেন, “জাতীয় সড়কে টোটোরিক্সা দেখলেই জরিমানা করা হয়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584