আর্টিস্ট ফোরামের সৌমিত্রস্মরণ ‘মায়ানগরের ময়ূরবাহন’

0
122

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

সশরীরে নেই তিনি। আছেন মানুষের মননে, চিন্তনে সর্বোপরি হৃদয়ের গহীনে। কখনও তিনি ফেলুদা, কখনও তিনি নাচছেন ‘কে তুমি নন্দিনী’ গানের সঙ্গে, কখনও রোম্যান্টিক প্রেমিক, কখনও বা হ্রাসভারী কোনও চরিত্রে, কখনও আবার কবিতা পাঠে কখনও বা মঞ্চে আবার কখনও কোনও বৈঠকের মধ্যমণি– এহেন নানা রূপেই তাঁকে মনে রাখবে সাধারণ মানুষ। তিনি সৌমিত্র চট্টোপাধ্যায়।

Soumitra Chatterjee | newsfront.co

টলি ইন্ডাস্ট্রির তিনি অভিভাবক– এমনটাই আজও মনে করে ইন্ডাস্ট্রি। তাঁকে আরও একবার নিজেদের মধ্যে ফিরিয়ে আনতে এক উদ্যোগে শামিল হয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস্ ফোরাম’।

আগামী ১৩ ডিসেম্বর ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস্ ফোরাম’-এর সদ্যপ্রয়াত সভাপতি এবং প্রবাদপ্রতিম অভিনেতা, নাট্যকার, নাট্য নির্দেশক, কবি ও প্রাবন্ধিক, স্বর্গীয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্মরণ করা হবে ‘মায়ানগরের ময়ূরবাহন’ শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে।

আরও পড়ুনঃ টেলিপর্দার নতুন জুটি শ্রুতি-দিব্যজ্যোতি, আসছে ‘দেশের মাটি’

এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন টলিউডের বহু বিশিষ্টজন। এছাড়াও উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্ষেত্রের প্রথিতযশা ব্যক্তিত্বরা।

টালিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিওর সুচিত্রা সেন ফ্লোরে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রবেশ আমন্ত্রণমূলক। ফোরামের তরফে জানানো হয়েছে, ফোরামের ফেসবুক পেজ মারফত অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার দেখা যাবে।

আরও পড়ুনঃ একাধিক গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘গল্পে মোড়া চুপকথা’

“কোভিড সংশ্লিষ্ট কিছু স্বাস্থ্যবিধির কারণে আমরা মূল অনুষ্ঠানে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে বাধ্য হচ্ছি। আশাকরি, আপনাদের সহযোগিতা আমরা পাবো।”- জানিয়েছেন ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস্ ফোরাম’-এর যুগ্ম সম্পাদক শান্তিলাল মুখার্জি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here