করোনাতঙ্কে ভীড়হীন হুজুর সাহেবের মেলা, কপালে ভাঁজ ব্যবসায়ীদের

0
72

গীতাশ্রী মুখোপাধ্যায়, জলপাইগুড়িঃ

আজ হুজুর সাহেবের মেলা। এই মেলা উপলক্ষ্যে সাধারণ মানুষের মধ্যে প্রত্যেক বছর যে উৎসাহ – উদ্দীপনা দেখা যায় এবছর সেই উদ্দীপনা এখনও পর্যন্ত দেখা যায়নি ৷ মেলার প্রধান বৈশিষ্ট্য ঠাসা ঠাসি ভীড় এখনও পর্যন্ত লক্ষ্য করা গেল না।

fair place | newsfront.co
মেলা প্রাঙ্গণ ৷ নিজস্ব চিত্র

বিভিন্ন স্থান থেকে আগত এই মাজার শরীফের মেলা উপলক্ষ্যে ব্যবসা বাণিজ্য করতে আসা মানুষেরা জানালেন এবছর করোনা ভাইরাসের আতঙ্কে মানুষের ভীড় অনেকটাই কম হবে।

people | newsfront.co
নিজস্ব চিত্র

আর সে কারণেই তাদের ব্যবসা-বাণিজ্যও কতটা সাড়া পড়বে সেই বিষয় নিয়ে তারা চিন্তিত। অন্যান্য বছর ধূপ মোমবাতি, আগরবাতি, জ্বালাতে মানুষের ঠাসাঠাসি ভীড় দেখা গেলেও এবার তেমন ভীড় দেখা গেল না।

আরও পড়ুনঃ ফালাকাটায় বীর বুধু ভগৎ-র জন্মজয়ন্তী উদযাপন

আবার অনেকেই মনে করছেন বেলা বাড়ার সাথে সাথে হয়তো ভীড় অনেকটাই বাড়বে এই পবিত্র মাজার শরীফ জুড়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here