পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
অনেকেই বলেছিল রায়গঞ্জে বিজেপি সাংসদ ক্ষমতা পেলেই সকালের ট্রেন পাবে রায়গঞ্জবাসী। কোথায় তা তো হল না। শুক্রবার সকালে রায়গঞ্জে সাংবাদিক সম্মেলনে ঠিক এইভাবেই বিজেপিকে কটাক্ষ করলেন রায়গঞ্জের প্রাক্তন সিপি আই এম সাংসদ মহঃ সেলিম।এদিন তিনি বলেন,বিজেপি ও তৃণমূল শুধুমাত্র রাজনৈতিক গিমিক করেই দিন কাটায়।তারা দুজনেই মানুষে মানুষে ভেদাভেদের রাজনীতি করে থাকে। কয়েকদিন থেকেই এন আর সি ভীতি শুরু হয়েছে মানুষের মধ্যে। আত্মহত্যা করছে মানুষ। তবে বিজেপি কোনভাবেই এন আর সি থেকে পেছনে হটছে না।
এদিন সাংবাদিক সম্মেলনে মহারাষ্ট্র ও হরিয়ানায় ভোট নিয়েও বিজেপিকে একহাত নেন তিনি। তারমতে বিজেপি ওই দুই রাজ্যে সরকার গড়লেও আদতে ভোট প্রাপ্তের শতাংশ হিসেবে অনেক কম পেয়েছে তারা। তিনি বলেন, মানুষের মধ্যে বিজেপি সরকারের বিরুদ্ধে যে বিদ্বেষ হয়েছে তার প্রতিফলন দেখা গিয়েছে ভোটে। দেশের আর্থিক দুরবস্থা হয়েছে।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গ সফর শেষে কলকাতার পথে পাড়ি মুখ্যমন্ত্রীর
কোনো ভোট হলেই তার আগে সার্জিক্যাল স্ট্রাইকের রাজনীতি করা হচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে যে সাম্প্রতিক মতানৈক্য শুরু হয়েছে সেই বিষয়ে সেলিমবাবু বলেন,সবটাই নাটক। এখন শুনছি মুখ্যমন্ত্রী রাজ্যপালকে ভাইফোঁটা দেবেন।তাহলে তাকে বলতে হবে,অমিত শাহের দুয়ারে দিলাম কাঁটা ভাইয়ের কপালে দিলাম ফোটা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584