নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ইলেক্টরস ভেরিফিকেশন প্রোগ্রাম’ (শিবির) হল সোমবার। এদিন তমলুকে জেলা প্রশাসনের সভাগৃহে আয়োজিত ওই কর্মশালায় পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকেরা যোগ দেয়।
পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ বলেন, “প্রত্যেক নাগরিক তথা ভোটারদের ‘এনভিএসপি’ পোর্টালে লগ ইন করতে হবে। প্রত্যেকে নিজের মোবাইল থেকেই রেজিস্ট্রেশন কনফার্ম করতে পারবেন। এই সিস্টেমে নিজের তথ্য নিজেকে যাচাই করে নিতে হবে।” তিনি আরও বলেন, “১৮ বছর বয়সের বেশী বয়স্কদের যাদের নাম ভোটার লিস্টে নেই তাদের নামের তালিকার দেখতে হলে নির্দিষ্ট নথি স্ক্যান করে আপলোড করুন।”
আরও পড়ুনঃ দিঘা সমুদ্র সৈকতে সরকারি নিষেধাজ্ঞার প্রতিবাদে আন্দোলন
আগামী দিনে গ্রামাঞ্চল তথা মফসল এলাকায় সবার কাছে এই বার্তা পৌঁছে দেওয়া হবে বলে তিনি জানান। মূলত মানুষকে সচেতন করতে এই উদ্যোগ বলে তিনি জানিয়েছেন। উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) সুদীপ সরকার, জেলার ওসি ইলেকশন সজল দাস, জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক গিরিধারি সাহা প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584