শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বাদুড়ের থেকে ভাইরাস ভাইরোলজি ল্যাবের মাধ্যমে মানব দেহে করোনা ভাইরাস সংক্রামিত হয়েছিল কি না, তা নিয়ে গবেষণা চালাচ্ছেন সারা বিশ্বের বিজ্ঞানীরা। এরই মধ্যে কলকাতা মেডিকেল কলেজে উঠল এক চাঞ্চল্যকর অভিযোগ।
মর্গে করোনা আক্রান্তের মৃতদেহ খুবলে খাচ্ছে ইঁদুর। আর তাদের থেকে ফের সংক্রমণ ছড়ানোর আশঙ্কা ছড়িয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন খোদ হাসপাতালের কর্মীরাই। বিষয়টি স্বীকার করে নিয়ে কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, মর্গে কাজ চলছে।
প্রসঙ্গত, করোনায় মৃত দাবিদারহীন মৃতদেহ কিছুদিনের জন্য রেখে দেওয়া হয় হাসপাতালের মর্গে। সেখানেও নিয়মিত স্যানিটাইজেশনের কাজ চলে। বুধবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এক ব্যক্তি লক্ষ্য করেন, করোনায় মৃতদেহ খুবলে খাচ্ছে ইঁদুর।
আরও পড়ুনঃ নন-কোভিড হাসপাতালের বিশেষজ্ঞরা কোভিড হাসপাতালে গিয়ে রোগী দেখবেন, সিদ্ধান্ত রাজ্য সরকারের
সঙ্গে সঙ্গে খবর পৌঁছয় কলকাতা মেডিকেল কলেজ ও স্বাস্থ্য ভবনের কাছে। তারপরেই বৃহস্পতিবার সকাল থেকেই জরুরি ভিত্তিতে মর্গের সংস্কার শুরু হয়েছে। সেই কারণে সেখান থেকে মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর এবং গ্রিন বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরের নির্দিষ্ট এসি রুমে। করোনা চিকিৎসার ওই নির্দিষ্ট দুটি বিল্ডিংয়ের একটি করে ঘর আপাতত দেহ রাখার জন্য ব্যবহার করা হচ্ছে।
আরও পড়ুনঃ ফের ডাক্তারির পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হস্টেলে
অন্যান্য দিন সাধারণত শববাহী গাড়ি এসে দাঁড়ায় গ্রীন বিল্ডিং বা সুপার স্পেশালিটি বিল্ডিংয়ের নিচে। সেখানে চিকিৎসাধীন করোনা আক্রান্তের মৃত্যুর দেহ গাড়িতে করে নিয়ে যাওয়া হয় মর্গে। তবে বুধবার দেখা যায় মৃতদেহ বহনকারী শববাহী গাড়ি এসে দাঁড়িয়েছিল গ্রীন বিল্ডিংয়ের নিচে।
৩ ব্যক্তি মৃতদেহ বহনের দরজা খুলে ভিতরে করোনা আক্রান্তের প্যাক করা দেহ থেকে টেনে নামান। তারপর ওই মৃতদেহটিকে একটি স্ট্রেচারে তোলা হয়। তারপর সেই স্ট্রেচার টিকে ঠেলে গ্রিন বিল্ডিং-এর ভিতরে ঢুকে যান। এরপরেই খোঁজখবর করতে গিয়ে গোটা বিষয়টি সকলের সামনে আসে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584