শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বালুরঘাট পৌরসভার এলাকায় হোম আইসোলেশনে থাকা করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি ওষুধ-পত্র পৌঁছে দিলো জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর। এদিন পৌরসভা এলাকার মোট ১০২টি পরিবারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে খবর, বুধবার পাওয়ার রিপোর্ট অনুযায়ী করোনা আক্রান্তদের এদিন চিহ্নিত করার পর প্রয়োজন অনুসারে বেশ কয়েকজনকে কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর অন্যান্যদের বাড়িতেই হোম আইসোলেশনে রাখার ব্যবস্থা করে প্রশাসন।
আরও পড়ুনঃ আকাশে ড্রোন উড়িয়ে, লকডাউন সফল করতে রাস্তায় নামল পুলিশ
নির্দিষ্ট অ্যাম্বুলেন্স করে ওই সব রোগীদের কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাদের হোম আইসোলেশনে রাখা হয়েছে তাদের পর্যাপ্ত মেডিকেল কিট প্রদানের পাশাপাশি বাড়ির সামনে পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে। যেখান থেকে জরুরী ফোন নম্বর সহ অন্যান্য তথ্য জানতে পারবেন রোগীর পরিবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584